লৌকিক চিকিৎসা
● সুন্দরবন অঞ্চলে রোগের চিকিৎসায় ছাগল ক্ষুরি লতার লৌকিক ব্যবহার সম্বন্ধে এখন আর কিছু জানা যায় না। তবে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফিলিপাইনস ইত্যাদি দেশে নানা রোগের চিকিৎসায় আজও এই লতানে গাছটি ব্যবহৃত হয়। যেমন অস্ট্রেলিয়াতে বিষাক্ত মাছের কাঁটা শরীরে গেঁথে গেলে, সংক্রমণ ও পেটের রোগে ব্রাজিলে এবং বাত, অর্শ, আঙ্গুলের আগায় ঘা, শোথ ইত্যাদি রোগে ফিলিপাইনসে এই লতাটি ব্যবহৃত হয়। এছাড়াও ফোঁড়া, ত্বকে সংক্রমণ বেড শোর, ডায়াবেটিস, কিডনির সমস্যা ইত্যাদি নিরাময়ে ছাগল ক্ষুরির পাতা ব্যবহৃত হয়। সুন্দরবন অঞ্চলে একসময় যাদের ভূতে ধরেছে বলে মনে করা হত তাদের ছাগল ক্ষুরির পাতা বাটা মেশানো জলে স্নান করানো হত ভূত ছাড়ানোর জন্য। যদিও বর্তমানে সুন্দরবন অঞ্চলে এই লতাটির কোনও লৌকিক ব্যবহার দেখা যায় না।