
(বাঁদিকে) নোনা ঝাঁজি। (মাঝখানে) নোনা ঝাঁজির গুচ্ছ। (ডান দিকে) নোনা শাকের ঝোপ। ছবি: সংগৃহীত।
নোনা শাক (Salicornia brachiata)

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৪: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গিরা শাক ও যদু পালং

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬২: শ্রীমার দক্ষিণ ভারত থেকে প্রত্যাবর্তন
গবেষণায় দেখা গিয়েছে, নোনা শাকের কাণ্ড ও মূলে সেলুলোজের পরিমাণ অনেক বেশি, প্রায় ৩০ শতাংশ। ফলে নোনা শাক কোষ্ঠকাঠিন্য নিরাময়ে, রক্তে শর্করার পরিমাণ কমাতে কার্যকরী ভূমিকা নিতে পারে। তাছাড়া এতে যে লবণ পাওয়া যায় তা স্বাস্থ্যের পক্ষে ভালো। উচ্চ রক্তচাপের রোগী ও হৃদরোগীদের জন্য সাধারণ লবণ পরিত্যাজ্য হলেও নোনাশাকের লবণ বিকল্প হতে পারে।

পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৮২: খটকা

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৬:কোনও একটি দাবিতে বিরোধীরা জোট বাঁধুক কখনও চায় না শাসক

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৮: যেথা আমি যাই নাকো / তুমি প্রকাশিত থাকো
লৌকিক চিকিৎসা

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৮: নন্দিতা কৃপালনি— বিশ শতকের বিদুষী
নোনা ঝাঁজি (Ruppia maritima)
