লৌকিক চিকিৎসা
● বিশ্বের বিভিন্ন প্রান্তে উপকূলীয় জনজাতির মধ্যে ভেষজ উদ্ভিদ হিসেবে নোনা হাতিশুঁড়ের ব্যবহার দেখা যায়। সুন্দরবন অঞ্চলেও তাই প্রাচীনকাল থেকে এই উদ্ভিদ লৌকিক চিকিৎসায় ব্যবহৃত হয়েছে। যেমন ঋতুস্রাব ঘটিত সমস্যায় হাতিশুঁড় গাছের মূল সেদ্ধ করে চায়ের মতো সেই গরম জল পান করানোর প্রাচীন রীতি রয়েছে। স্ত্রীলোকের সাদা স্রাব হলে এই উদ্ভিদের নির্যাস পান করে সুফল পাওয়া যায়। এর পাতা শুকিয়ে গুঁড়ো করে ক্ষতস্থানে লাগালে দ্রুত ক্ষত নিরাময় হয়। ত্বকে ফুসকুড়ি, ঘা, টিউমার ইত্যাদি হলে এই উদ্ভিদের নির্যাস রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। অবশ্য সুন্দরবন অঞ্চলে এইসব লৌকিক চিকিৎসা বর্তমানে বিলুপ্তপ্রায়।—চলবে।