শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


স্কুলের পর এবার কলেজ। এ বার সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষক ও শিক্ষিকাদের বদলির জন্যও রাজ্য সরকার উৎসশ্রী-র মতো অনলাইন পোর্টাল আনতে চলেছে। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, শিক্ষক ও শিক্ষিকাদের বদলির পুরো প্রক্রিয়াই অনলাইনে হবে।
রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের সংখ্যা প্রায় প্রায় ৪৫০টি। সব কলেজ মিলিয়ে প্রায় ১৩ হাজার কলেজে শিক্ষক-শিক্ষিকা কর্মরত। এই মুহূর্তে বিদলির জন্য সরকারের কাছে আবেদন কোর্টে হয়। কিন্তু এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ। শিক্ষক-শিক্ষিকাদের একাংশের অভিযোগ, ওই পদ্ধতিতে বদলির সুযোগ খুব কমই পাওয়া যায়। তাই সমস্যার সমাধানে ওই নিয়ম বদল আনান হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘‘কলেজে বিষয় ভিত্তিক বা ‘হান্ড্রেড পয়েন্ট রস্টার’ নিয়মে এবং কোন কলেজে লিঙ্গ-ভিত্তিক পদ খালি রয়েছে, এবার বাড়ি বসেই শিক্ষক-শিক্ষিকারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। সেই সঙ্গে তাঁরা নিয়ম মেনে আবেদনও করতে পারবেন অন্য কলেজে বদলির জন্য।’’ শিক্ষামন্ত্রী এও বলেন, অনেক দূরে প্রথম পোস্টিং পেয়েছিলেন এবং অনেক দিন ধরে একই কলেজে রয়েছেন, এমন শিক্ষক-শিক্ষিকারা বদলির জন্য অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন। খুব দ্রুত এই অনলাইন পদ্ধিতি কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন।

Skip to content