শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

কলা বছর ভর পাওয়া যায়। এই ফলটিকে নিয়ে বিতর্কেরও কোনও শেষ নেই। নিয়মিত খেলে ওজন কমবে না বাড়বে, তা নিয়ে নানা মুনির নানা মত। কলা নিয়ে বেশির ভাগ মানুষের চিন্তার কারণ, এতে অনেকটাই ক্যালোরি থাকে। একটি কলায় প্রায় ১২১ ক্যালোরি থাকে। এতটা ক্যালোরির থাকার জন্য সত্যিই কি নিয়মিত কলা খাওয়া উচিত নয়?
 

একঝলকে জেনে নিন রোজ কলা খাওয়ার উপকারিতা

 

নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ

কলায় পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম থাকে। ফলে এটি রোজ খেলে নিয়ন্ত্রণে থাকে রক্তচাপ। এই একই কারণে সুস্থ থাকে হৃদযন্ত্রও।

আরও পড়ুন:

রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে অনেক খাবারই বাদ দিতে হয়, তা হলে কী কী খেতে পারেন?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৯: ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—ওড়া, কেওড়া, চাক কেওড়া ও কৃপাল

 

হৃদরোগের আশঙ্কা কমে

কলাতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। বিজ্ঞানীদের মতে, এক ধাক্কায় প্রায় ৪০ শতাংশ হৃদরোগের আশঙ্কা কমে যায় যদি কেউ ২৫ গ্রাম মতো ফাইবার খান। তাই ফলে কলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে।

আরও পড়ুন:

রহমান কিছুতেই গানে সুর দিতে পারছিলেন না! ছবি থেকে তাঁকে বাতিল করতে এসে কেঁদে ফেললেন মণি রত্নম

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৩: মহাভারতে উল্লিখিত মিথ্যাশ্রয়ের প্রাসঙ্গিকতা কী আজও আছে?

 

নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টের উপস্থিতি

কলায় নানা রকম অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। তাই নিয়মিত কলা খেলে হার্ট তো ভালো থাকবে, তেমনই ঠিকঠাক যত্ন পায় ত্বক ও চুলও।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৯: বাইনাচ-গানেরও কদর ছিল ঠাকুরবাড়িতে

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

 

রয়েছে ভিটামিন সি

কলায় অনেক ভিটামিন সি-ও থাকে। এতে নানান অসুখের আশঙ্কা কমে। এ নিয়ে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের বক্তব্য: ডায়াবিটিস বা অতিরিক্ত ওজনের সমস্যা না থাকলে রোজ কলা খাওয়া ভালো। কারণ, এত ধরনের পুষ্টির উপাদান, এত কম খরচে পাওয়া যায় না অন্য কোনও খাবারে।


Skip to content