শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


স্যাভি ছবির তারকারা।

বৈশিষ্ট্য: ক্রাইম থ্রিলার (২০২৪)
মূল কাহিনি: ফ্রেড ক্যাভ্যায়ে রচিত ফরাসি ছবি ‘এনিথিং ফর হার’
ভাষা: হিন্দি
প্রযোজনা: মুকেশ ভাট, ভূষণ কুমার, কৃষণ কুমার প্রমুখ
পরিবেশনা: টি সিরিজ
চিত্রনাট্য: পারভেজ শেখ, অসীম অরোরা
সংলাপ: অসীম অরোরা
নির্দেশনা: অভিনয় দেও
অভিনয়ে: দিব্যা খোসলা কুমার, হর্ষবর্ধন রাণে, অনিল কাপুর, এম কে রায়না, রাগেশ্বরী লুম্বা প্রমুখ
সময়সীমা: ১২২মিনিট
দেখা যাবে: নেটফ্লিক্স
রেটিং: ৬.৫/১০

গেম, দিল্লি বেলি, ফোর্স টু, ব্ল্যাকমেল, দুসরা ছবির নির্দেশক অভিনয় দেও-এর নতুন অ্যাকশন থ্রিলার স্যাভি—আ ব্লাডি হাউস ওয়াইফ। ২০০৮ সালের ফরাসি ছবি ‘এনিথিং ফর হার’ থেকে ২০১০ সালে হলিউডে তৈরি হয় ‘নেক্সট থ্রি ডেইজ’। সেই একই গল্পে সাবিত্রী ও সত্যবানের পুরাণ কথার একটু ছোঁয়া দিয়ে অভিনয় দেও বানিয়েছেন ‘এনিথিং ফর হিম’ মানে সাবিত্রী সত্যবানকে বাঁচাতে যা যা করেছিল তারই আধুনিক সংস্করণ।
দূর্ভাগ্যবশত এক খুনের মামলায় জড়িয়ে পড়ে ইংল্যান্ডে জেলবন্দি স্বামীকে উদ্ধার করার রুদ্ধশ্বাস কাহিনি স্যাভি। স্যাভি বা সাবিত্রী সচদেব এক গৃহবধূ। স্বামী নকুল সচদেব ও সন্তান আদিকে নিয়ে ইংল্যান্ডের লিভারপুলে তাদের সুখী সংসার। চণ্ডীগড়ে নকুলের বাবা একা থাকেন—প্রায়ই যাবার কথা বলেন। দেওয়ালিতে যাবার কথা দেয় নকুল-স্যাভি রোজকার মতো অফিস বের হবার মূহুর্তে কন্সট্রাকশন কোম্পানির আধিকারিক নকুলকে ব্রিটিশ পুলিশ এসে খুনের অভিযোগে গ্রেফতার করে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: ড্যানিয়েল ক্রেগ অভিনীত ‘নাইভস আউট’ চমকে দেওয়া মার্ডার মিস্ট্রি

মহাকাব্যের কথকতা, পর্ব-৭৭: যাজ্ঞসেনী স্বয়ংবরা দ্রৌপদী কি শুধুই প্রতিহিংসার বাতাবরণ বিনির্মাণ করেন?

আগের রাতে খুন হয়েছেন নকুলের বস স্টেফানি ফাউলার। যার সঙ্গে নকুলের সম্পর্ক খুব খারাপ স্টেফানি ভারতীয় বলে নকুলকে অকারণে অপমান করতো। মোটিফ পরিষ্কার- স্টেফানির রক্তের নমুনা নকুলের কোটে, যে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে খুনটা করা হয়েছে সেখানে নকুলের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে। যে পার্কিংলটে খুনটা হয়েছে সেখানে নকুলের গাড়ি এবং নকুলকে স্পষ্ট দেখা গিয়েছে। তথ্যপ্রমাণ সবই নকুলের বিরুদ্ধে। আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে নকুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। স্যাভি আদির জীবনে হঠাৎ সব ওলটপালট হয়ে গেল।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৩: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— কেরালি ও নোনা হাতিশুঁড়

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৬:কোনও একটি দাবিতে বিরোধীরা জোট বাঁধুক কখনও চায় না শাসক

অথচ নকুল যা বলছে সেটা সম্পূর্ণ ভিন্ন। পার্কিং-এ যাবার সময় খুনির সঙ্গে তার ধাক্কা লাগে। খুনির শরীর মৃতের রক্তে রক্তাক্ত হয়েছিল তারই ছাপ পড়ে নকুলের ওভারকোটে এবং তারপর গাড়ি বের করতে গিয়ে দেখে সামনে একটা ফায়ার এক্সটিংগুইশার পড়ে আছে নকুল সেটাকে তুলে গাড়ির সামনে থেকে সরিয়ে দেয়। নকুলের বিরুদ্ধে যাওয়া প্রমাণগুলো প্রকৃত কারণ এগুলো হতে পারতো। কিন্তু এগুলো প্রমাণ করা যায়নি।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৮: যেথা আমি যাই নাকো / তুমি প্রকাশিত থাকো

নকুল জানিয়েছে, তার স্পষ্ট মনে আছে যে খুনির সঙ্গে ধাক্কা লেগে তার কোটের একটা বোতাম ছিঁড়ে সেখানে পড়ে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেই কোর্টের ছেঁড়া বোতাম খুনের জায়গা থেকে খুঁজে পাওয়া যায়নি। কেউ বিশ্বাস না করলেও স্ত্রী স্যাভি নকুলকে বিশ্বাস করে এবং সে জানে নকুল সত্যি কথা বলছে এবং নিছক কাকতালীয়ভাবে সে এই খুনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। কিন্তু সেই বিশ্বাস যথেষ্ট নয় –তবে নকুলকে সে জেল থেকে বের করবেই সাবিত্রীর মতো সত্যবানের জীবন ফেরাতে স্যাবি কী কী করল সেটাই ছবির কাহিনি।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

দশভুজা, পর্ব-৩৬: মৃণালিনী— রবি ঠাকুরের স্ত্রী-র লেখকসত্তা

নকুল ও স্যাভির ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন হর্ষবর্ধন রাণে এবং দিব্যা খোসলা কুমার। টি সিরিজের স্রষ্টা গুলশন কুমারের পুত্র অন্যতম প্রযোজক ভূষণ কুমারের স্ত্রী হবার সুবাদে নয়, তাঁর অভিনয় যোগ্যতাতেই তিনি এ ছবির মূল প্রোটাগনিস্টের ভূমিকায়। আর একটি দুর্দান্ত চরিত্রে রয়েছেন অনিল কাপুর। কী তাঁর চরিত্র কীভাবে তিনি এই ছবির এক মূল সম্পদ সেটা জানতে নেটফ্লিক্সে এই ছবি দেখতে হবে।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড।

Skip to content