রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

পরষ্পরের মধ্যে যখন ভালোবাসা হয় তখনই দু’জন মানুষ কাছাকাছি আসেন। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু অনেক সম্পর্কে দু’জনের ভালোবাসার তারতম্য চোখে পড়ে। একজন হয়তো অন্যজনের জন্য পারলে জীবনটাই বাজি রাখতে পারেন কিন্তু অন্যজন ভালোবাসার এই বিপুল স্রোতে ভেসে যেতে চান না। চিরকাল পাড়ে দাঁড়িয়ে শুধু নিজের অস্তিত্ব জানান দিয়ে যান।
এমন পরিস্থিতিতে যিনি সব আবেগকে পুঁজি করে ভালোবেসে গেলেন সারা জীবন তাঁর ক্ষেত্রে অস্তিত্ব সংকট দেখা দিতে পারে। অন্তত এটা হওয়াটাই স্বাভাবিক। এই রকম অনুভূতি আপনার তখনই হবে যখন আপনার সঙ্গীর প্রথম পছন্দ আপনি কোনওদিনই ছিলেন না। আপনার আগেও কেউ বা কিছু তাঁর জীবনে আছে। সঙ্গীর বিশেষ কয়েকটি লক্ষণ দেখে আপনি সহজেই তা বুঝে যেতে পারবেন।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-২৩: রাজসভায় মিথিলার সঙ্গীতজ্ঞ

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬০: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— দুধি লতা ও পঞ্চরতি লতা

 

পূর্ব পরিকল্পনা করতে নারাজ

সিনেমা দেখতে যাওয়া হোক রেস্তঁরায় খেতে যাওয়া, নিদেনপক্ষে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রেও কি আগে থেকে পরিকল্পনা করতে আপনার সঙ্গী একেবারেই চান না? এই রকম বারবার হলে ধরে নেওয়া যেতে পারে যে তাঁর অন্য কোনও পরিকল্পনা আছে হয়তো। যার গুরুত্ব আপনার চেয়েও তাঁর জীবনে অনেক বেশি। সেই পরিকল্পনাটির উপর নির্ভর করছে আপনার সঙ্গে সময় কাটানোর বিষয়টি।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৭৪: রাজা দশরথ, রাম, লক্ষ্মণ, সীতা সকলেই কি এক একটি জীবনবোধের প্রতীক?

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৭: জোসেফ কনরাড ও জেসি কনরাড—ভালোবাসিবে বলে ভালোবাসিনে/২

 

দরকার ছাড়া কথা না বলা

ভালোবাসেন বলে দিনের প্রতিটি মুহূর্ত কাছাকাছি থাকতে হবে বা কথা বলে যেতে হবে এমন কোনও মানে নেই। আপনার সঙ্গী যদি প্রায়ই ব্যস্ততার দোহাই দিয়ে এড়িয়ে যান, অথচ নেটমাধ্যমে সব সময় সক্রিয় আছেন তিনি। সেক্ষেত্রে ধরে নেওয়া যায় আপনার চেয়ে তাঁর কাছে গুরুত্বপূর্ণ কিছু একটা আছে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৪: প্রতিমাদেবী— এক দুঃখবতীর কথা

 

ঘন ঘন পরিকল্পনা বাতিল করলে

দু’জনে একসঙ্গে অনেকদিন পর কোথাও বেরোবেন বলে আশা করে বসে আছেন।হঠাৎ করেই শেষ মুহূর্তে আপনার সঙ্গী কাজ পড়ে গিয়েছে বলে সেই পরিকল্পনায় জল ঢেলে দিলেন। এর থেকে বোঝা যায় যে,যা কাজই থাকুক সেটি তাঁর কাছে আপনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে বলে রাখা ভালো, আগে থেকেই ভুল বুঝবেন না। হতেই পারে সঙ্গত কোনও কারণেই পরিকল্পনাটি ভেস্তে দিয়েছেন তিনি।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৩: রাজনীতিতে উন্নতির জন্য নিন্দা বা প্রশংসা ব্যক্তিগত পরিসরে করাই শ্রেয়, সভায় নয়

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৫০: কুষ্টি বিচার, না কি রক্ত বিচার! জরুরি কোনটা?

 

একান্ত মুহূর্তগুলি মনে না রাখা

দু’জনের একসঙ্গে গড়ে তোলা সুন্দর মুহূর্তগুলি আপনার ভাল থাকার রসদ হলেও আপনার সঙ্গীর হয়ত কিছুই মনে নেই। হতে পারে আপনার কাছে ওই মুহূর্তগুলি যতটা দামি, অপরদিকের মানুষটির কাছে সেই সুন্দর মুহূর্তগুলির আলাদা করে কোনও অস্থিত্ব নেই।


Skip to content