শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

আজকাল আমাদের যা চাপের মধ্য দিয়ে যেতে হয় যে মাথা ব্যথা হওয়া খুবই স্বাভাবিক। অনেকসময় কারও সারা দিনের ক্লান্তিতে মাথা ভার হয়ে যায়। কারও আবার একটু রোদে বের হলেই মাথা ধরে যায়। এই সমস্যা থেকে রেহাই পেতে বেশিরভাগ মানুষই দোকান থেকে মলম কিনে মাথায় লাগান। সামান্য একটু মলম লাগালেই অনেকখানি আরাম বোধ হয়। কিন্তু সেই আরাম তো ক্ষণস্থায়ী। তার চেয়ে বরং বাড়িতে নিজেই তৈরি করে ফেলুন মাথাব্যথার মোক্ষম ওষুধ।
কীভাবে তৈরি করবেন? খুব সহজেই তৈরি করা যায় এটি। প্রথমে খাঁটি নারকেল তেল আর একটু ল্যাভেন্ডারের এসেনশিয়াল তেল মিশিয়ে নিন। প্রথমে নারকেল তেল গরম করে নিন। তারপর সেই গরম তেলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ভালো করে মিশিয়ে নিন। এতেই আপনার কাজ হয়ে যাবে। এই মিশ্রণকে কাঁচের বোতলে ভরে রেখে দিন। পারলে ফ্রিজে রেখে দিতে পারেন।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৬৩: চোর-ডাকাতও যদি দান-ধ্যান করে, তবে লোকে ‘তাকে’-ও ভগবানের মতোই শ্রদ্ধা করে

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

মাথাব্যথার উপশমে আধুনিক সময়ে অনেকেই বামের ব্যবহার করেন। অনেক সময় তা আবার আসক্তির পর্যায়েও পৌঁছে যায়। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই মলমের সাহায্যে মস্তিষ্কের স্নায়ু আরাম পায়। সেই সঙ্গে মানসিক ক্লান্তি অনেক খানি কমে যায়। তার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথা খুব তাড়াতাড়ি উপশম হয়ে থাকে। ফলে অল্প সময়েই আরাম মেলে। এতে আবার ঘুমও খুব ভালো হয়। ভালো ঘুম হলে শরীরও ভালো হয়ে যায়। শান্ত মনে পরের দিনের কাজ শুরু করা যায়।

Skip to content