ছবি: প্রতীকী।
ডায়াবিটিস ধরা পড়লে চিকিৎসকেরা সাধারণত উচ্ছে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। নিয়মিত উচ্ছে খেলে রক্তে শর্করার মাত্রা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। যদিও শুধু শর্করার মাত্রা নিয়ন্ত্রণ নয়, এই শব্জি যে চুলের হরেক সমস্যাও সমাধান করতে পারে, তা হয়তো অনেকেই জানা নেই।
একে তো বর্ষাকাল, তার উপর হাওয়ায় প্রচুর পরিমাণ আর্দ্রতা। তাই চুলের নানা সমস্যার দিচ্ছে। মুশকিল হল শ্যাম্পু-প্রসাধনী মেখেও তেমন কাজের কাজ হচ্ছে না। তবে চুলের এই সব সমস্যার সমাধান করতে পারে উচ্ছে। কী ভাবে ব্যবহার করবেন উচ্ছে? এর জন্য বাড়িতেই তৈরি করে নিতে পারেন করলা তেল।
আরও পড়ুন:
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৫: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— নোনা শাক ও নোনা ঝাঁজি
মুভি রিভিউ: ‘বাবলি’ স্বর্ণযুগের বাংলা ছবির মতো রোম্যান্সে ভরপুর
খুশকির সমস্যা
মাথার ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে এই টোটকা খুবই কাজের। রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেল মাথায় ভালো করে মেখে নিলে খুশকির সমস্যা দূর হবে।
আরও পড়ুন:
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৯: ভারতের বিপ্লবী মেয়েরা এবং অন্তরে রবীন্দ্রনাথ
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৫২: পুলক রাখিতে নারি (কেল)
পাকা চুলের সমস্যা
এই তেল পাকা চুলের সমস্যার সমাধানেও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে করলা তেল ভালো করে মাথার ত্বকে মেখে নিতে হবে। ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট রাখার পর ভালো করে ধুয়ে নিন। করলা তেল সপ্তাহে অন্তত দু’ বার ব্যবহার করলে ফল মিলবে।
আরও পড়ুন:
বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬৩: বেলুড়মঠে শ্রীমায়ের অভিনন্দন
করলা তেল ও কলা
১) এই টটকাও বেশ কাজের। এ ক্ষেত্রে করলা তেলের সঙ্গে কলা চটকে নিন। খেয়াল রাখবেন, ওই মিশ্রণটি যেন বেশ তরল হয়। যাতে ভালো করে মাথায় মেখে নেওয়া যায়। মাথায় এই তরল মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন। তার পর ভালো করে শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে নিন। উপকার পাওয়া যাবে।