ছবি: প্রতীকী।
খাওয়াদাওয়ায় ব্যাপক অনিয়মের জন্য তো বটেই, পাশাপাশি মদ্যপানের অভ্যাস থাকলেও ফ্যাটি লিভারের ঝুঁকি আরও বেড়ে যায়। সময়ে চিকিৎসা না শুরু করলে ‘সিরোসিস অব লিভার’-ও হতে পারে। অনেকেই হয়তো জানেন না— থাইরয়েড, ডায়াবিটিসের মতো হরমোনজনিত রোগেও ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ে। তাই সতর্ক হওয়া প্রয়োজন।
ফ্যাটি লিভার কিন্তু রোগ কার্ডিয়োভাসকুলার ডিজিজের আশঙ্কাও অনেকটা বাড়িয়ে দিতে পারে। হৃদ্টযন্ত্রের সমস্যায় রক্ত সঞ্চালন ব্যাহত হয়ে, তাই পেরিফেরাল আর্টারি ডিজিজ-ও হওয়ার ঝুঁকি থাকে। যেহেতু এই রোগে ভুগলে দেহের অন্যান্য অঙ্গের সঙ্গে পায়েও রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না, তাই অনেক সময় পায়ে তীব্র যন্ত্রণা হয়। পেশিতে টান পড়ে। হাঁটতে গিয়ে পায়ে জোর না পাওয়া যায় না। এমন অনেক সমস্যা শুরু হতে পারে।
রাতভর পার্টি, শাহরুখ-পুত্র আরিয়ানকে দেখে কী করলেন ব্রাজিলের এই সুন্দরী?
মুভি রিভিউ: মার্ডার মুবারক—অধিক প্রতিভার ভিড়েই কি নষ্ট হইল গাজন?
কী কী উপসর্গ দেখা দিলে সতর্ক হবেন?
অল্পতেই ক্লান্তি
কোলেস্টেরল
ভুঁড়ি বেড়ে যাওয়া
নুন-চিনির শরবত কি সত্যিই শরীরে জলের অভাব পূরণ করে?
জিম ও ডায়েট না করেও রোগা হওয়া যায়, তবে সকালের এই ৩ অভ্যাস ছাড়তে হবে
প্রস্রাবের রং হলুদ
ওজন বৃদ্ধি