মেট্রো চলবে রবিবারও।
এ বার থেকে গঙ্গার নীচ দিয়ে রবিবারও মেট্রো চলবে। এত দিন রবিবার বন্ধ থাকত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। তবে এ বার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড লাইনে রবিবারও মেট্রো চালবে। এম্ননটাই ঘোষণা করলেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
আগামী ১ সেপ্টেম্বর রবিবার থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড লাইনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এখন পরীক্ষামূলক ভাবে পরিষেবা চালু করছে মেট্রো। তবে এই ব্যবস্থা স্থায়ী হবে কি না, তা নির্ভর করবে যাত্রীদের চাহিদার উপর।
আরও পড়ুন:
রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-৪৪: আমি ফোন না করলে বুঝবে, অ্যাম ইন ট্রাবল…
মহাকাব্যের কথকতা, পর্ব-৭৭: যাজ্ঞসেনী স্বয়ংবরা দ্রৌপদী কি শুধুই প্রতিহিংসার বাতাবরণ বিনির্মাণ করেন?
‘গ্রিন লাইন-২’ এ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচল করে। গত মার্চ মাসে এই পরিষেবা শুরু হয়েছে। কলকাতা মেট্রোর এই
পরিষেবা বেশ জনপ্রিয়তা হয়েছে। এখন বহু মানুষ হাওড়া থেকে মেট্রোয় যাতায়াত করেন। তাই যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ রবিবারও ওই লাইনে মেট্রো চালানোর পরিকল্পনা করেছেন।
পরিষেবা বেশ জনপ্রিয়তা হয়েছে। এখন বহু মানুষ হাওড়া থেকে মেট্রোয় যাতায়াত করেন। তাই যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ রবিবারও ওই লাইনে মেট্রো চালানোর পরিকল্পনা করেছেন।
আরও পড়ুন:
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৩: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— কেরালি ও নোনা হাতিশুঁড়
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৬:কোনও একটি দাবিতে বিরোধীরা জোট বাঁধুক কখনও চায় না শাসক
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, রবিবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড লাইন পর্যন্ত আপ এবং ডাউন মিলিয়ে মোট ৬২টি মেট্রো চলানো হবে। ট্রেন চলবে ১৫ মিনিটের ব্যবধানে। রবিবার হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো ১৫ মিনিটে। আবার এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রোটি ছাড়বে ওই একই সময়ে অর্থাৎ দুপুর ২টো ১৫ মিনিটে। রবিবার হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড দুই স্টেশন থেকেই দিনের শেষ মেট্রোটি ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ
গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৮: যেথা আমি যাই নাকো / তুমি প্রকাশিত থাকো
হাওড়া, হুগলি নয় আরও অনেক জেলা থেকে রোজ দিন অসংখ্য মানুষ কলকাতায় আসেন। বহু মানুষের যাতায়াতের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে কলকাতা মেট্রোর এই পরিষেবা। মোট চারটি স্টেশনে— হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ এবং ধর্মতলা মেট্রো দাঁড়ায়। অন্যান্য দিনের মতো রবিবারও একই রকম সাড়া মিলবে কি না, কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সেটাই পরীক্ষামূলক পরিষেবা চালু করে দেখতে চান ।