ছবি: প্রতীকী।
আপনি কি মনে করেন সন্তান বেশি আদর করলে ও বিগড়ে যায়? যত বেশি শিশুকে আদর দেবেন, ততই আদরে বাঁদর হয়ে উঠবে? আর যত দূরে দূরে রাখবেন তত স্বাবলম্বী হতে শিখবে বাচ্চা? ওহায়োর ন্যাশনাল চিলড্রেন’স হাসপাতালের গবেষকরা কিন্তু অন্য ভাবে ভাবতে বলছেন।
সম্প্রতি নতুন একটি গবেষণায় উঠে এসেছে স্বাবলম্বী, স্মার্ট খুদেদের বড় হওয়ার পেছনে অন্যতম একটি কারণ হল তাদের পর্যাপ্ত আদর। ওদের আমরা যত বেশি আলিঙ্গন করি, জড়িয়ে ধরি, তত বেশি ওদের বুদ্ধির বিকাশ ঘটে। গবেষণাটি ১২৫ জন সদ্যোজাত শিশুর উপর করা হয়। এক্ষেত্রে যে সকল শিশুরা সঠিক সময়ে (ফুল টার্ম প্রেগনেন্সি) জন্মেছে, তারা প্রিম্যাচিওর শিশুদের তুলনায় আদরে বেশি সাড়া দেয়।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৯: সুন্দরবনের পাখি—পানকৌড়ি
এও দেখা গিয়েছে যারা বাবা-মা এবং হাসপাতালে নার্সদের কাছ থেকে বেশি আদর পেয়েছে তাদের মস্তিষ্ক খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া জানায়। তাই যে সব শিশুদের নির্দিষ্ট সময়ের আগে জন্মায় তাদের মস্তিষ্কের এবং বুদ্ধির যথাযথ বিকাশের জন্য আদর করা, কোলে নেওয়া, জড়িয়ে ধরা অত্যন্ত জরুরি বলে গবেষণায় জানা গিয়েছে।
আরও পড়ুন:
বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি: বাংলা বুকের ভিতরে
পর্দার আড়ালে, পর্ব-৬২: সত্যজিৎ রায় রুপটান শিল্পীকে বলেছিলেন, উত্তমকুমারের কোনও মেকআপ করার
এই গবেষণাতেই দেখা যায়, যারা বাবা-মা বা হাসপাতাল নার্সদের কাছে বেশি আদর পাচ্ছে তাদের মস্তিষ্ক যে কোনও বিষয়ে তত তাড়াতাড়ি প্রতিক্রিয়া জানাচ্ছে। গবেষক ডা নাতালি মায়েত্রে সায়েন্স ডেইলিকে জানান, প্রি-টার্ম শিশুদের মস্তিষ্ক ও বুদ্ধির সঠিক বিকাশের জন্যও তাদের কোলে নেওয়া, আদর করা খুব জরুরি।