শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

বাড়ির জানালার কাচই বলুন বা মাইক্রোওয়েভ অথবা কনভেকশন আভেনের সামনের কাচ—সবই পরিষ্কার রাখা খুব ঝক্কির ব্যাপার! অথবা সারাদিন হাড়ভাঙা খাটুনির পর বাড়ি ফিরে সাধের টিভি বা কম্পিউটারের এলসিডি স্ক্রিনের সামনে বসে দেখলেন স্ক্রিনে এমন ধুলো জমেছে যে ছবিটাই ঝাপসা দেখাচ্ছে? তাই কাচ পরিষ্কার রাখার কতকগুলো সহজ উপায় জেনে নিন।
 

আভেনের কাচ

প্রতিবার রান্না শেষ হওয়ার পর গ্লাস ক্লিনার আর শুকনো কাপড় দিয়ে মুছে নিন আভেনের সামনের কাচ৷ তাতে একদিনে বেশি চাপ পড়বে না৷ রোজের ডাস্টিংয়ের সময়েও আভেনের কাচ ভালো করে মুছে নেওয়া উচিত।

আরও পড়ুন:

পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৮২: খটকা

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৬:কোনও একটি দাবিতে বিরোধীরা জোট বাঁধুক কখনও চায় না শাসক

 

কম্পিউটার স্ক্রিন বা এলসিডি মনিটর

ভিনিগার আর জলের মিশ্রণ আর একটা শুকনো এবং নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন আপনার কম্পিউটার স্ক্রিন৷ ফ্ল্যাট এলসিডি স্ক্রিনের ক্ষেত্রেও এই মিশ্রণ ব্যবহার করা যায়, অনেকে অ্যালকোহল আর জলের মিশ্রণও ব্যবহার করেন৷ তবে কখনওই সরাসরি স্ক্রিনের উপর কোনও তরল স্প্রে করবেন না, প্রথমে মোছার কাপড়টা ভিজিয়ে নিন, তারপর স্ক্রিন মুছে দেবেন৷ খুব নরম হাতে মুছুন, তা না হলে কিন্তু স্ক্রিন ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৮: যেথা আমি যাই নাকো / তুমি প্রকাশিত থাকো

 

খাবার টেবিল

খাবার টেবিলের ওপরের কাচ মোছার জন্য আলাদা একটি ন্যাপকিন রাখুন। খাবার পর ডাইনিং টেবিলের কাচ মুছে ফেলুন প্রতিদিন এবং ন্যাপকিন ধুয়ে রাখুন।

আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৮: নন্দিতা কৃপালনি— বিশ শতকের বিদুষী

 

কাচের থালা-বাসন

আজকাল অনেক বাড়িতেই কাচের থালা-বাসন ব্যবহার করা হয় খাওয়াদাওয়ার জন্য। তাই বাসন ধোয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হতে হয়। থালা-বাসন লিকুইড ডিশ ওয়াশার দিয়ে ধোয়ার পর শুকনো পরিষ্কার ন্যাপকিন অথবা নরম তোয়ালে দিয়ে মুছে রাখতে হবে যেন দাগ না বসে যায়। এইভাবে রোজ যত্ন নিলে কাচের বাসন থাকবে ঝকঝকে নতুন।

আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৮: নন্দিতা কৃপালনি— বিশ শতকের বিদুষী

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৮: নন্দিতা কৃপালনি— বিশ শতকের বিদুষী

 

বাড়ির জানালার কাচ

জানালার কাচ সাধারণত মোটা কাচের হয়। তাই এই ক্ষেত্রে সাবান ব্যবহার করতেই পারেন। নিয়মিত জানালার কাচ পরিষ্কার না করলে কাচের উপর মোটা ধুলো ময়লার স্তর পড়ে যায়, সেই সময় কাচ থেকে ময়লা ঘষে তুলতে সমস্যা হয়। তাই নিয়মিত একটি মোটা কাপড় দিয়ে কাচের উপর ধুলো মুছে নিন। এছাড়াও একটি স্প্রে বোতলে কাপড় কাচার ডিটারজেন্ট ও জল দিয়ে সাবানজল বানিয়ে নিতে পারেন। মাসে একবার স্প্রে বোতল থেকে সাবানজল স্প্রে করে জানালার কাচ মোটা কাপড় দিয়ে মুছে নিন। এতে জানালার কাচ পরিষ্কার থাকবে।


Skip to content