
ছবি: প্রতীকী।
রোদে পোড়া দাগ তুলতে সালোঁয় গিয়ে ‘ডি-ট্যান’ করাতে হবে না, অ্যালো ভেরা মাখলেই কাজ হবে শীত বিদায় নিচ্ছে ধীরে ধীরে। এ বার তীব্র গরম পড়ার সময়। ফলে মুখে, হাতে, গলায় যথেচ্ছ ‘ট্যান’ পড়বে। রোদে পোড়া সেই কালচে দাগ তুলতে আমরা অনেকেই নিয়মিত সালোঁয় ছুটি। ত্বকের ক্ষতি হবে জেনেও অনেকে ট্যান তুলতে ব্লিচের উপরই ভরসা করেন। আবার, খরচ করে ‘ডি-ট্যান’ ফেশিয়ালও করান অনেকেই। তবে রূপচর্চা বিষয়ে বিশেষজ্ঞদের মত, নিয়মিত অ্যালো ভেরা দিয়ে তৈরি প্যাক টবকে লাগালে এই সমস্যার সমাধান হয় যায় সহজেই। তবে শুধু অ্যালো ভেরা নয়, তার সঙ্গে মেশাতে হবে আরও কয়েকটি উপাদান।
ডি-ট্যান’ প্যাক তৈরি করতে কী কী লাগবে?
● অ্যালো ভেরার শাঁস বা জেল: ২ টেবিল চামচ
● লেবুর রস: ১ চা চামচ
● মধু: ১ চা চামচ
● টক দই: ১ চা চামচ
● শসার রস: ১ চা চামচ
● অ্যালো ভেরার শাঁস বা জেল: ২ টেবিল চামচ
● লেবুর রস: ১ চা চামচ
● মধু: ১ চা চামচ
● টক দই: ১ চা চামচ
● শসার রস: ১ চা চামচ
আরও পড়ুন:

গল্পবৃক্ষ, পর্ব-১৭: কুক্কুটজাতক-চিনে নাও বন্ধু কে?

উপন্যাস: আকাশ এখনও মেঘলা/৫
তৈরির পদ্ধতি
● অ্যালো ভেরার পাতা থেকে টাটকা শাঁস বার করে নিয়ে তা প্রথমে ব্লেন্ড করে নিতে হবে।
● এ বার একটি পাত্রে সব উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
● প্রথমে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। তার পর অ্যালো ভেরার মিশ্রণ মুখে মেখে নিন।
● মিনিট ১৫ পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
● সব শেষে ভিটামিনই যুক্ত ময়েশ্চারাইজার মেখে নিন।
● অ্যালো ভেরার পাতা থেকে টাটকা শাঁস বার করে নিয়ে তা প্রথমে ব্লেন্ড করে নিতে হবে।
● এ বার একটি পাত্রে সব উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
● প্রথমে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। তার পর অ্যালো ভেরার মিশ্রণ মুখে মেখে নিন।
● মিনিট ১৫ পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
● সব শেষে ভিটামিনই যুক্ত ময়েশ্চারাইজার মেখে নিন।