ছবি: প্রতীকী।
আমরা অনেকেই নিজের অজান্তেই মুখের আলসারে ভুগি। মূলত আমাদের শরীরে ভিটামিন বি১২, ভিটামিন-সি, ফোলেট, জিঙ্কের মতো কিছু স্বাস্থ্যকর উপাদানের অভাবের জন্য মাউথ আলসার হয়। টক জাতীয় কিছু খেলে নানা সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় পাকস্থলীতে ব্যাক্টেরিয়ার সংক্রমণ হলেও এমনটা হতে পারে। এমন সমস্যা বারবার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। তবে কিছু ঘরোয়া টোটকাও আমাদের হাতের কাছে রয়েছে যা মুখের আলসার নিরাময়ে সাহায্য করে। রইল তেমন কয়েকটি ঘরোয়া টোটকার হদিস।
তালিকায় কী কী ঘরোয়া টোটকা আছে?
জিঙ্ক-সমৃদ্ধ খাবার
নারকেল তেল
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৩: রাজনীতিতে উন্নতির জন্য নিন্দা বা প্রশংসা ব্যক্তিগত পরিসরে করাই শ্রেয়, সভায় নয়
গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৪: যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না?
মধু লাগান
বেকিং সোডা
পাঁচ বা দশটা নয়, খেতে হবে ২৩টি কাঠবাদাম! পুষ্টিবিদেরা কেন এই সংখ্যাতেই গুরুত্ব দিচ্ছেন?
রোজ অফিস যাওয়ার আগে, না কি সন্ধেবেলায় ফিরে, কখন হাঁটতে ওজন ঝরবে?
খাবারদাবার
ভিনিগার
রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭৭: কথা কিছু কিছু
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৪৭: ও বন্ধু তুমি শুনতে কি পাও?
কুলকুচি
ত্রিফলা
তবে মনে রাখবেন, মুখের ঘা কোনও কোনও ক্ষেত্রে বড়সড় সমস্যার ইঙ্গিত হতে পারে। হতে পারে ক্যানসারের লক্ষণও। বিশেষত যাঁরা ধূমপান করেন বা খৈনি খান, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই বাড়াবাড়ি পর্যায়ে কিছু হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।