বিউলির ডালে মানেই স্বাদ বাড়তে একটুখানে মৌরি ফোড়ন দিতেই হবে। বিউলির ডালে মৌরি ফোড়ন দিলে স্বাভাবিক ভাবেই তার স্বাদ বেড়ে যায়। তবে শুধু রান্নার স্বাদ বাড়ানো নয়, মৌরির আরও অনেক গুণ রয়েছে। যদিও সেই সব গুণ নিয়ে আমরা খুব একটা সচেতন নই। নিয়মিত মৌরি খেলে শরীরের উপকার হয় এটা সবারই জানে। কিন্তু সেই সঙ্গে অনেক রোগ থেকেও বাঁচায় মৌরি আমাদের বাঁচায়। কারণ মৌরিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তাই শরীর সুস্থ রাখতে প্রতিদিন এক টেবিল চামচ মৌরি খেলে উপকার পাওয়া যাবে। একঝককে জেনে নিন, রোজ দিন নিয়মিত মৌরি খেলে শরীরের কী কী উপকার হয়?
মৌরি খেলে শরীরের কী কী উপকার হয়?
আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন:
আরও পড়ুন: