শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


রবীন্দ্রনাথের প্রথম মাস্টারমশায় মাধবচন্দ্র মুখোপাধ্যায়। জোড়াসাঁকো ঠাকুরদালালে বসত তাঁর পাঠশালা। শুধু ঠাকুরবাড়ির ছোটরাই নয়, আশপাশ থেকেও কেউ কেউ আসত।‌ রবীন্দ্রনাথ জানিয়েছেন, ‘বিদ্যার‌‌ প্রথম আঁচড় পড়ত তালপাতায়।’ বিভিন্ন বর্ণের উপর চলত দাগা বুলোনো। জ্যোতিরিন্দ্রনাথ তাঁর ‘জীবনস্মৃতি’তে এক ‘সেকেলে পণ্ডিতের’ কথা বলেছেন। যিনি নিত্যদিন নিজের দেহে তেল মাখতেন, আর বেতেও তেল মাখাতেন। অপরাধে, এমনকি বিনা অপরাধেও পণ্ডিতমশায় ছাত্রদের পিঠে বেতের যথেচ্ছ ব্যবহার করতেন। জ্যোতিরিন্দ্রনাথ মাধবচন্দ্রের কথা বলেছেন কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। রবীন্দ্রনাথ স্মৃতিকাতর হয়ে ‘শিশু’ বইয়ের ‘পুরোনো বট’ কবিতায় লিখেছিলেন, ‘ওখানেতে পাঠশালা নেই,/ পণ্ডিতমশাই — বেত হাতে নাইকো বসে,/মাধব গোঁসাই।’

Skip to content