‘বড় হলে সে যে কবি হবে, বাবার প্রতিভা তার মধ্যেই প্রকাশ পাবে।’ এমন মনে হয়েছিল রথীন্দ্রনাথের। যাঁর সম্পর্কে এসব কথা, প্রশস্তি-প্রশংসা, তিনি রথীন্দ্রনাথের আদরের ছোট ভাই শমী। রবীন্দ্রনাথেরও কনিষ্ঠ পুত্রকে নিয়ে দুর্বলতা ছিল। সকৌতুকে নিজের নামের সঙ্গে নাম মিলিয়ে বলতেন, ‘শমী ঠাকুর’।
কবি যেন শমীন্দ্রনাথের মধ্যে নিজের শৈশবকে খুঁজে পেয়েছিলেন। নিতান্তই তখন বালক, ওই অল্প বয়সেই শমীন্দ্রনাথের মধ্যে কবির প্রতিচ্ছবি দেখা গিয়েছিল। হাবেভাবে, কথা বলায় যেন অবিকল রবীন্দ্রনাথ! ইন্দিরা দেবী চৌধুরানীর লেখায় আছে, ‘লোকে বলে যে, রবিকাকার ছোটছেলে শমীন্দ্রই বেশি তাঁর মতো দেখতে ছিল। … দুলে দুলে রবিকাকার উপাসনা করাও নকল করত। হেমলতা বউঠানের কাছে শুনেছি, বাপের টেবিলে বসে নাকি তাঁর মতো লেখক হওয়ার অভিনয় করত।’ রবীন্দ্রনাথের কনিষ্ঠা কন্যা মীরাও জানিয়েছেন, ‘শমী কতটা বাবার গুণ পেয়েছিল।’
কবি যেন শমীন্দ্রনাথের মধ্যে নিজের শৈশবকে খুঁজে পেয়েছিলেন। নিতান্তই তখন বালক, ওই অল্প বয়সেই শমীন্দ্রনাথের মধ্যে কবির প্রতিচ্ছবি দেখা গিয়েছিল। হাবেভাবে, কথা বলায় যেন অবিকল রবীন্দ্রনাথ! ইন্দিরা দেবী চৌধুরানীর লেখায় আছে, ‘লোকে বলে যে, রবিকাকার ছোটছেলে শমীন্দ্রই বেশি তাঁর মতো দেখতে ছিল। … দুলে দুলে রবিকাকার উপাসনা করাও নকল করত। হেমলতা বউঠানের কাছে শুনেছি, বাপের টেবিলে বসে নাকি তাঁর মতো লেখক হওয়ার অভিনয় করত।’ রবীন্দ্রনাথের কনিষ্ঠা কন্যা মীরাও জানিয়েছেন, ‘শমী কতটা বাবার গুণ পেয়েছিল।’