বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

বর্ষাকাল মানেই এই মেঘ তো এই বৃষ্টি। মেঘ-বৃষ্টির লুকোচুরি চলতেই থাকে। কখনও টিপটিপ করে, কখনও আবার ঝমঝমিয়ে বৃষ্টি। আর এমন বৃষ্টিমুখর দিনে বাইরে বেরোলে মোবাইল ফোনটি অনেক সময় ভিজে যায়। তো এমন পরিস্থিতি হলে কী করবেন? এমনি ফোন জলে ভিজে নষ্ট হয়ে যেতে পারে। তাই ফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে সেটি ভিতর থেকে নষ্ট হয়ে যেতে পারে। কী বৃষ্টির জলে ফোন ভিজে গেলে কী করবেন?
 

ভেজা ফোন চার্জে বসাবেন না

ভেজা ফোন কখনই চার্জে বসাবেন না। ফোনকে ভালো করে শুকিয়ে গেলে তবেই চার্জে বসান। ফোনের চার্জ যদি শেষ হয়ে গিয়ে থাকে, তা হলেও কখনও চার্জে বসাবেন না। এতে বড় ক্ষতি হয়ে যেতে পারে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৬: স্রোতস্বিনী পদ্মায় লাফিয়ে কবির কটকি চটি-উদ্ধার

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৪: লোকশিক্ষক মা সারদা

 

সিমকার্ডটি বার করে নিন

ভিজে ফোনটি প্রথমে সুইচ অফ করে দিন। তার পরে সিমকার্ডটি বার করে নিন। এখন সব স্মার্টফোনের আবার ব্যাটারি খুলে ফেলার সুবিধা থাকে না। যদি আপনার ফনে ব্যাটারি খুলে ফেলার সুবিধা সুযোগ থাকে, তা হলে অবশ্যই মোবাইলের ব্যাটারিটাও খুলে রাখুন।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭৪: কথায়-কথায়

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩০: নলিনী দাশ— গণ্ডালুর সৃজনশিল্পী

 

চালের ড্রামে কিছু ক্ষণ রাখুন

অনেকেই ফোনে জল ঢুকে গেলে খুব ঘাবড়ে যান। ভয় পেয়ে যান, যদি ফোন খারাপ হয়ে যায়। তবে এমন সময় মাথা ঠান্ডা রাখতে হয়। বাড়িতে থাকা চালের ড্রামে ফোনটি কিছু ক্ষণ রেখে দিলেই ঠিক হয়ে যেতে পারে।

আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-২: যতই দেখি তারে, ততই দহি…

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৭: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—বন লেবু ও টাগরি বানি

 

সুইচ অফ করে দিন

বৃষ্টিতে ভেজা ফোনের সুইচ অফ করে দিতে হবে। তাতে প্রাথমিক ভাবে ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কমবে। এর পর কী করণীয়, সেটা ধীরেসুস্থে সময় নিয়ে ঠিক করুন।


Skip to content