শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

শীতকালে নানা ধরনের ত্বকের সমস্যা দেখা দেয়। ত্বক ভালো রাখার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কোলাজেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেনের পরিমাণ আমাদের শরীরে কমতে শুরু করে। কোলাজেন মূলত এক প্রকার প্রাণীজ প্রোটিন। ত্বকের জেলা বৃদ্ধি থেকে শুরু করে চুলের গোড়া মজবুত করা সবেতেই এই প্রোটিনের প্রয়োজন হয়। এমন কিছু কিছু খাবার আছে যা, শরীরে কোলাজেন উৎপাদনের হার বাড়াতে সাহায্য করে।
 

পাতে কী কী রাখবেন?

 

ভিটামিন সি যুক্ত ফল

মূলত লেবু জাতীয় ফল ভিটামিন সি-এর গুরুত্বপূর্ণ উৎস। শরীরে কোলাজেন তৈরি করার জন্য ভিটামিন সি অপরিহার্য। ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর থেকে ক্ষতিকর ফ্রি রেডিক্যালসকে বের করে দেয়।

আরও পড়ুন:

অসমের আলো অন্ধকার, পর্ব-৩৮: অসমের কয়েকটি জনজাতি

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৯: ভ্রমণে বেরিয়ে মহর্ষি পেয়েছিলেন পুত্রের মৃত্যু-সংবাদ

 

বেরি

স্ট্রবেরি, ব্ল্যাকবেরি বা ব্লুবেরির মতো বেরি জাতীয় ফল আপনার ত্বকের জন্য কোলাজেন সমৃদ্ধ খাবারের উৎস। এগুলো কোলাজেনের সংশ্লেষে সাহায্য করে। পাশাপাশি দেরিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট সান ড্যামেজের বিরুদ্ধে প্রতিরক্ষায় সহায়তা করে।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৮৯: মাথার কান

দশভুজা, দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৪৪: আনন্দী—এক লড়াইয়ের নাম

 

ব্রকোলি

শীতকালের এক অত্যন্ত পছন্দের সব্জি হল ব্রকোলি। এই সব্জি ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস। খেতেও ভালো। রান্না করা বা কাঁচা দু’ ভাবেই ব্রকোলি খাওয়া যায়। এই সব্জি আমাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে।

আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১০: ভার্জিনিয়া ও লিওনার্ড উলফ—উন্মাদনা ও সৃষ্টি /২

উত্তম কথাচিত্র, পর্ব-৫১: সেই ‘পৃথিবী আমারে চায়’

 

মাছ

কোলাজেন সমৃদ্ধ আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ খাবার হল মাছ। প্রতিদিনের খাদ্য তালিকায় এক টুকরো মাছমাছ আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।

আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৬৪ : অকারণে কেউ অন্যের ভালো করতে যায় না

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৭১: মা সারদার নলিনীর মানভঞ্জন

 

হাড়ের ঝোল

কোলাজেনের অন্যতম খাদ্য উৎস হল হাড়ের ঝোল। এটি তৈরি করতে, কোলাজেন ভেঙে ফেলার জন্য প্রাণীর হাড় এবং সংযোগকারী টিস্যু কয়েক ঘণ্টা ধরে সিদ্ধ করা হয়। হাড়ের ঝোল সংযোগকারী টিস্যু এবং হাড়ের সমন্বয়ে গঠিত হওয়ায় এটি অ্যামাইনোঅ্যাসিড, কোলাজেন, গ্লুকোসামিন, কনড্রয়েটিন, ক্যালশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো পুষ্টিতে সমৃদ্ধ।

যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২

* হেলদি ডায়েট (Healthy Diet): সুতনুকা পাল (Sutanuka Paul), পুষ্টিবিদ, ডায়েট-টু-ফাইট।

Skip to content