বুধবার ৫ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

আজকাল বহু মানুষই কোলেস্টেরলের সমস্যায় ভোগেন। কোলেস্টেরল পরিবারে রয়েছে ট্রু কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল (হাইডেনসিটি লিপোপ্রোটিন) এবং এলডিএল (লোডেনসিটি লাইপোপ্রোটিন)।
 

বেশিরভাগ মানুষের ধারণা

বেশিরভাগ মানুষ মনে করেন চর্বি জাতীয় খাবার বেশি খাওয়ার জন্যই কোলেস্টেরলের মাত্রা বাড়ে। এ ধারণা যে একেবারেই ভুল তা ঠিক নয়। মনে রাখতে হবে, আমাদের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ হয় আমাদের বিপাক হারের উপর। আবার ডায়াবিটিস থাকলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৪: শিকারী ও ‘শিকার’

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-১৭: প্রবল অজেয় বাণী তব

 

কী ভাবে সমস্যা তৈরি হয়

কোলেস্টেরল অনেকটা বেড়ে গেলে তা রক্তবাহের মধ্যে জমা হতে থাকে। শুধু তাই নয়, রক্তবাহী নালিকে সরু এবং শক্ত করে দেয়। ফলে স্বাভাবিক ভাবে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। বাড়ে হৃদ্‌রোগের আশঙ্কা। সেই সঙ্গে ঝুঁকি বাড়ে স্ট্রোকের।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১০: মানুষের পাশে, মানুষের কাছে

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০১: সরষের মধ্যে ভূত

 

কোলেস্টেরলের সঠিক মাত্রা

আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা থাকা উচিত ২০০ মিলিগ্রাম/ ডেসিলিটারের মধ্যে। আর থাকতে হবে এলডিএল-এর ১০০ মিলিগ্রাম/ ডেসিলিটারের মধ্যে। কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের চর্বিজাতীয় খাবার, চিপস, ভাজাভুজি এড়িয়ে চলতে হবে। পাশাপাশি নিত্যদিনের খাদ্যতালিকায় যোগ করতে হবে কয়েকটি ফলও। যেগুলি নিয়মিত খেলে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।

আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮৫: সুন্দরবনের পাখি — মাছরাঙা

যে গান যায়নি ভোলা— প্রাক জন্মদিনে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য…/১

 

কী কী ফল খাবেন?

 

আঙুর

আঙুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই এই ফল কোলেস্টেরলের মাত্রা সঠিক রেখে হৃদরোগের আশঙ্কা কমিয়ে দেয়।
 

লেবু

শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো নয়, ভিটামিন-সি যুক্ত লেবু কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতেও আমাদের সাহায্য করে।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১০০: সন্দেহের তীরবিদ্ধ ভরতদের আজও খুঁজে পাওয়া যায়

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৩: রাগ অনুরাগের বন্ধন, ডিএইচ লরেন্স ও ফ্রিডা

 

কিউয়ি

আমাদের শরীরে দু’ ধরনের কোলেস্টেরল থাকে। একটি খারাপ কোলেস্টেরল, অন্যটি ভাল কোলেস্টেরল। কিউয়ি এই ভালো কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে সমস্যার সমাধানে সাহায্য করে।
 

আপেল

কোলেস্টেরল বা হৃদ্‌যন্ত্রের সমস্যায় চিকিৎসকরা সাধারণত আপেল খাওয়ার পরামর্শ দেন। আসলে আপেল হৃদযন্ত্রে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। সেই সঙ্গে আমাদের কোলেস্টেরলও নিয়ন্ত্রণে রাখে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content