
ছবি: প্রতীকী।
আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা ঘুমোবার কিছুক্ষণের মধ্যেই প্রবল নাক ডাকতে শুরু করেন। এর ফলে একই সঙ্গে শুয়ে থাকা সঙ্গী বা সঙ্গিনী অনেক সময় খুব সমস্যায় পড়ে যান। হয়তো বা তাঁর ঘুমের ব্যাঘাত ঘটে। একাধিক সমীক্ষায় জানা গিয়েছে, প্রতি একশোজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ৩০ জনের নাক ডাকার সমস্যা আছে। অনেকেই হয় তো জানেন না, ঘরোয়া উপায় এই সমস্যার সমাধান হতে পারে। সম্পূর্ণ ঘরোয়া উপাদানে তৈরি করা যায় এমন সুগন্ধি তেল, যা নিয়মিত ব্যবহার করলে অচিরেই মিলবে আরাম, কমে যেতে পারে নাসিকা গর্জনও।
ল্যাভেন্ডার তেল
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৬: সুন্দরবনের লৌকিক চিকিৎসায় ম্যানগ্রোভ—হরগোজা ও কেয়া
মৌরী তেল
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৬১: হায়রে কালা একি জ্বালা…

হাজার চেষ্টা করেও বাচ্চাকে খাওয়াতে পারছেন না? রইল পাঁচটি পরামর্শ
লেমন তেল
আরও পড়ুন:

প্রচণ্ড গরমে সতর্ক থাকুন প্রবীণেরা, একঝলকে জেনে নিন কী করবেন, কী করবেন না
