বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

দেহের প্রধান ইন্দ্রিয়গুলির মধ্যে অন্যতম চোখ। দৃষ্টিশক্তি ও মস্তিষ্ক দুটিরই কার্যকারিতাতে চোখ বিশেষ প্রভাব ফেলে। ফলে এহেন ইন্দ্রিয়টি ক্ষতিগ্রস্ত হলে সারা শরীরেই দেখা দিতে পারে একাধিক সমস্যা।

চোখ আমাদের দেহের প্রধান ইন্দ্রিয়গুলির মধ্যে একটি। দৃষ্টিশক্তির পাশাপাশি মস্তিষ্কের কার্যকারিতাতেও বিশেষ প্রভাব ফেলে চোখ। ফলে এই ইন্দ্রিয়টি কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হলে আপনার সারা শরীরেই দেখা দিতে পারে একাধিক সমস্যা। আমরা অনেক সময়ই ছোটখাট অস্বস্তি হলে এড়িয়েই যাই ঠিকই অথচ চোখ সংক্রান্ত কিছু সমস্যা থেকে গুরুতর রোগও হতে পারে। তাই চোখের সমস্যায় অবহেলা না করে চক্ষু-বিশারদের পরামর্শ নেওয়া জরুরি।
 

সাধারণত কী কী সমস্যা হতে পারে?

 

স্ট্রোক, হার্ট অ্যাটাক, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি

কারও কারও ক্ষেত্রে শরীরের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ প্রভাব ফেলতে পারে চোখেও। সেই সঙ্গে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি তো আছেই। এছাড়া রেটিনার রক্তনালীও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির ঝুঁকি থেকেই যায়। আয়নায় চোখ দেখার সময় এটি আমাদের নজরে আসে না। তাই নিয়মিত চোখ পরীক্ষা করা দরকার।

আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৮: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— বাবুর ও বন জুঁই

মহাকাব্যের কথকতা, পর্ব-৭৩: দুই মহর্ষির দ্বন্দ্বে কি ‘ইতি ও নেতি’র বিরোধেরই প্রতিফলন?

 

ছানি

ইদানীং আমরা দিনের বেশির ভাগ সময়ই ব্যস্ত থাকি কম্পিউটার, টিভি বা মোবাইলের পর্দায়। একটানা কম্পিউটার, টিভি বা মোবাইলের পর্দায় তাকিয়ে থাকতে থাকতে আমাদের ঝাপসা হয়ে আসে দৃষ্টি। এই ঘটনা ঘটতেই পারে আমাদের চোখ অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে। ডায়াবেটিসে যাঁরা ভুগছেন, তাঁরাও প্রায়ই এরমক উপসর্গের অভিযোগ করেন। আমরা অনেক সময় বুঝতে পারি না, এই উপসর্গ কারও কারও ক্ষেত্রে ছানি বা ম্যাকুলার ডিজেনারেশনের উপসর্গও হতে পারে।

আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৬: নান্দনিক শিক্ষায় উৎসাহী ছিলেন শ্রীমা

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫০: পুত্রস্নেহে অন্ধ হলে পিতাকেও ধৃতরাষ্ট্রের মতো দুর্দশা ভোগ করতে হয়

 

কোলেস্টেরল, স্ট্রোক

অনেকেরই চোখের আশেপাশের চামড়া সাদা হয়ে উঁচু হয়ে যায়। এরকম হলে উচ্চ কোলেস্টেরলের মাত্রার লক্ষণ হতে পারে। আবার বার্ধক্যজনিত কারণ বা নিম্ন-ঘনত্বের লাইপোপ্রোটিনের মাত্রার জন্যও এমটা হতে পারে, যা আসলে আমাদের স্ট্রোকের ঝুঁকির ইঙ্গিত দেয়।
 

অনিদ্রা

অনিদ্রায় ভুগলেও অনেক সময় আমাদের চোখ লাল হয়ে যায়। চোখে সারাক্ষণ অস্বস্তি বোধ হয়। এই সুযোগে অন্য কোনও গুরুতর রোগও আক্রমণ করতে পারে।

আরও পড়ুন:

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৩: কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৫: বার্নার্ড শ ও শার্লটি—যদি প্রেম দিলে না প্রাণে/১

 

দৃষ্টিশক্তি কমে যাওয়া

অনেক সময়ই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছেপিঠের জিনিসপত্র দেখতে অসুবিধা হয়। এরকম সময়ে কেউ কেউ সমস্যা এড়াতে চোখ থেকে খানিক দূরে বই বা খবরের কাগজ রেখে পড়েন। কেউ এরকম সমস্যায় ভুগলে সময় নষ্ট না করে চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।


Skip to content