ডায়রিয়ার আশঙ্কা বাড়ে
● এখন প্রচণ্ড গরমে অত্যধিক ঘাম হচ্ছে। যাঁদের কায়িক পরিশ্রম করতে হচ্ছে, তাঁদের ঘামের পরিমাণ আরও বাড়ছে। ঘেমে স্নানের পরে অনেকেই একটু আরাম পেতে গলা ভেজাচ্ছেন ডাবের জলে। এতে কেবল সাময়িক স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে মনে রাখতে হাবে, ডাবের জলে পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম রয়েছে। এই সোডিয়াম আমাদের শরীরের আর্দ্রতা কমিয়ে দেয়। এর জেরে ডি-হাইড্রেশনের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। আর সেখান থেকেই আশঙ্কা থেকে যায় ডায়রিয়া হওয়ার।