Skip to content
রবিবার ২৭ এপ্রিল, ২০২৫


ছবি প্রতীকী

সমুদ্রে যাত্রিবোঝাই লঞ্চে ভয়ংকর অগ্নিকাণ্ড! ঘটনাটি সুইডেনের। সুইডেনের মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লেগে যাওয়া লঞ্চটিতে অন্তত ৩০০ জন যাত্রী রয়েছেন। প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় লঞ্চে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু করেছে।
সুইডিশ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, যে লঞ্চটিতে আগুন লেগেছে, সেটির নাম স্টেনা স্ক্যান্ডিকা। ঘটনাটি ঘটেছে সুইডেনের দক্ষিণ-পূর্বে গোটস্কা স্যানডন দ্বীপের কাছাকাছি একটি জায়গায়। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি আগুন লাগার কারণও।
সুইডিশ মেরিটাইম কর্তৃপক্ষের মুখপাত্র জোনাস ফ্রাজেন সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, ‘‘লঞ্চের মধ্যে যে অংশে গাড়ি রাখা হয়, সেখানেই বিধ্বংসী আগুন লেগেছে।’’ উদ্ধারকাজের জন্য তিনটি হেলিকপ্টার এবং সাতটি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লঞ্চের মধ্যে আটকে পড়া যাত্রীদের উপকূলে নিয়ে আসা হচ্ছে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানিয়েছেন লিজা মজর্নিং।