শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

মোদী সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন সরকারের পরিপূর্ণ বাজেট ঘোষণা করেছেন। অনেক জিনিসপত্রের উপর কর ছাড়ের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আবার কিছু জিনিসপত্রের উপর করের পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার কেন্দ্রীয় বাজেটের পর কী কী সস্তা হতে চলেছে, আর কোন কোন জিনিসপত্রের দাম বাড়তে চলেছে, দেখে নিন একঝলকে।
 

ওষুধ

ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু ওষুধের দাম কমতে চলেছে। তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন, ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওই তিনটি ওষুধকে সম্পূর্ণ শুল্কমুক্ত করা হচ্ছে। ফলে ক্যানসারের ওই সব ওষুধের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।
 

মোবাইল ফোন

মোবাইল ফোন, মোবাইলের চার্জার এবং অন্যান্য মোবাইলে ব্যবহৃত নানা ধরনের সরঞ্জামের দামও কমতে চলেছে। এই সব জিনিসপত্রের উপর থেকে সাধারণ শুল্ক কমানো হচ্ছে প্রায় ১৫ শতাংশ। তাই আগের থেকে মোবাইল এবং সেই সংক্রান্ত জিনিসপত্র সস্তায় মিলবে।

আরও পড়ুন:

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৩: কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৩: টলস্টয় ও সোফিয়া—সে কি কেবলই যাতনাময়…/৩

 

সোনা এবং রুপো

সোনা এবং রুপোর দামও কমতে চলেছে। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, সোনা এবং রুপোর আমদানি শুল্ক ছয় শতাংশ কমিয়ে দেওয়া হবে। মনে করা হচ্ছে, এর ফলে সোনা এবং রুপোর দাম কমবে এবং এই ধাতুগুলির চাহিদা বাড়বে। ফলে সাধারণ মানুষ আরও বেশি করে সোনা বা রুপোর গয়না কিনতে শুরু করবেন। অর্থমন্ত্রীর দাবি, এর ফলে মূল্যবান ধাতু পাচারের চক্রও অনেকটা শিথিল হবে।
 

প্ল্যাটিনাম

প্ল্যাটিনামের উপর থেকে ৬.৪ শতাংশ শুল্ক হ্রাস করা হচ্ছে। ফলে প্ল্যাটিনামের দামও কমতে পারে।

আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৫: সঙ্গীত অনুরাগিণী মা সারদা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৮: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— বাবুর ও বন জুঁই

 

নিকেল এবং তামা

আরও দু’টি ধাতুর দাম কমতে চলেছে। নিকেল এবং তামার উপর থেকে সাধারণ কর তুলে নিয়েছে সরকার। ফলে এই দুই ধাতুর দামও অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও, ২৫টি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে।
 

সোলার প্যানেল

সোলার প্যানেল তৈরির জন্য ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকেও কর তুলে নেবে সরকার। মঙ্গলবার বাজেট ঘোষণার সময়ে সেই প্রস্তাবই দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৬: স্রোতস্বিনী পদ্মায় লাফিয়ে কবির কটকি চটি-উদ্ধার

উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’

 

মাছ

সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর পাঁচ শতাংশ কমানো হচ্ছে।
 

বাজেটে কিছু জিনিসপত্রের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে করের পরিমাণও।

 

টেলি যোগাযোগ

টেলি যোগাযোগের সরঞ্জামের উপর এত দিন ১০ শতাংশ কর নেওয়া হত। এ বার থেকে ১৫ শতাংশ কর নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।
 

প্লাস্টিক

প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে। প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে।
 

অ্যামোনিয়াম নাইট্রেট

এ ছাড়া, অ্যামোনিয়াম নাইট্রেটের উপর সাড়ে সাত থেকে ১০ শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্র।


Skip to content