শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

বাড়ির ঠিকানার প্রমাণপত্র হোক বা পরিচয়পত্র— সব ক্ষেত্রেই আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। ব্যাঙ্কে টাকাপয়সার লেনদেন, এমনকি সরকারি পরিষেবা পাওয়ার জন্যও আধার কার্ড থাকা অবশ্যক। আর কেন্দ্রীয় সরকারও নির্দেশ দিয়েছে, রেশন কার্ড, মোবাইল নম্বর, বা প্যান কার্ড— সব কিছুর সঙ্গেই আধার নম্বরের সংযুক্তি থাকতেই হবে।
এদিকে, আধার কার্ড রতীয়দের কাছে শুধু পরিচয়পত্রই নয়, নাগরিকত্বের প্রমাণও। পরিচয় যাচাই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড। ব্যক্তিবিশেষে প্রতিটি আধার কার্ডের ১২ সংখ্যার নম্বর আলাদা হয়। এ জন্যই কেউ আপনার আধার কার্ডের নম্বর বা তথ্য নিয়ে জালিয়াতি করছে কি না তা জানা জরুরি। এখন তো প্রায়শই আধার নিয়ে প্রতারণার অভিযোগ ওঠছে। এ বিষয়ে সতর্ক না হলে আইনি জটিলতায় ফাঁসতে পারেন আপনিও। তাই আধার কার্ড নিয়ে আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-৪৫: শ্রেয়ারও একটা রক্তাক্ত যন্ত্রণার ইতিহাস রয়েছে

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬২: শ্রীমার দক্ষিণ ভারত থেকে প্রত্যাবর্তন

ধরা যাক, আপনি আধার নম্বর দিয়ে মোবাইলের একটি সিম নিয়েছেন। এ বার আপনার সেই আধার নম্বর দিয়েই অন্য কেউ আরও একটি সিম নিয়ে তার অপব্যবহার শুরু করেছে। কী ভাবে জানবেন, আপনার আধার নম্বরের অপব্যবহার হচ্ছে কি না?
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৪: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গিরা শাক ও যদু পালং

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৬:কোনও একটি দাবিতে বিরোধীরা জোট বাঁধুক কখনও চায় না শাসক

 

প্রথমে আধার নিয়ামক সংস্থা ‘ইউআইডিএআই’-এর ওয়েবসাইট (uidai.gov.in) খুলুন। তার পর ‘আধার হিস্ট্রি’ অপশনে ক্লিক করুন।

‘আধার হিস্ট্রি’ অপশনে আপনার আধার নম্বর চাওয়া হবে। সেখানে ১২ সংখ্যার নম্বর টাইপ করুন।

১২ সংখ্যার নম্বর টাইপ করার পর্দায় ভেসে উঠবে নিরাপত্তা কোড। সেই নিরাপত্তা কোড লিখে ‘জেনারেট ওটিপি’ অপশনে ক্লিক করুন।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৮: যেথা আমি যাই নাকো / তুমি প্রকাশিত থাকো

এ বার আধারের সঙ্গে সংযুক্ত করা মোবাইল নম্বর যাচাইয়ের ওটিপি আসবে। সেই ওটিপি নম্বর লিখুন।

ওটিপি ভেরিফাই হলেই পর্দায় ভেসে উঠবে একটি তালিকা। সেই তালিকায় দেখা যাবে গত ৬ মাসে আপনার আধার নম্বর কখন এবং কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে। সেখানে সন্দেহজনক কোনও কিছু থাকলে আপনি সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করতে পারবেন।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৮: নন্দিতা কৃপালনি— বিশ শতকের বিদুষী

 

অভিযোগ জানাতে কী করতে হবে?

একটি টোল ফ্রি নম্বর রয়েছে। সেই নম্বর হল: ১৯৪৭। এই নম্বরে ফোন করতে পারেন, অথবা আধার নিয়ামক সংস্থার সরকারি ওয়েবসাইটের (uidai.gov.in) ‘ফাইল-কমপ্লেন্ট’-এ গিয়েও অভিযোগ জানাতে পাররেবে।


Skip to content