অপরিচিত।
অগ্রদূত গোষ্ঠীর প্রধান বিভূতি লাহা। তাঁর সহকারীদের মধ্যে ছিলেন সলিল দত্ত। সেই সলিল দত্ত যখন স্বনামে ছবি করতে শুরু করলেন তখন পরপর বেশ কয়েকটি ছবি হিট দেওয়ার পর, তিনি একটি উপন্যাস নিয়ে ছবি করার কথা ভাবছিলেন, সেটি সমরেশ বসুর লেখা ‘অপরিচিত’। চিত্রস্বত্ব কেনা হল। সেই ‘অপরিচিত’র কাস্টিং করার সময় তিনি রঞ্জনের চরিত্রে নির্বাচন করেছিলেন উত্তম কুমারকে।
সুজিতের চরিত্রে তিনি নির্বাচন করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। দোলা চরিত্রের জন্য তিনি নির্বাচন করেছিলেন সন্ধ্যা রায়কে। কিন্তু নায়িকা সুনীতার চরিত্র কে করবেন প্রথমে ঠিক করতে পারছিলেন না। প্রথমে তিনি ঠিক করলেন বোম্বের তনুজাকে দিয়ে নায়িকার ভূমিকায় অভিনয় করাবেন। তনুজার সঙ্গে বোম্বেতে গিয়ে যোগাযোগ করলেন পরিচালক সলিল দত্ত। কিন্তু তনুজা তখন এতগুলি হিন্দি ছবিতে একসঙ্গে কাজ করছেন যে কলকাতায় এসে শুটিং করার সময় বার করতে পারবেন না বলে তিনি ‘অপরিচিত’ ছবিতে ঢুকলেন না। সেই সময় সলিল দত্ত নিলেন অপর্ণা সেনকে। উত্তম-সৌমিত্রের মাঝখানে অপর্ণা সেন এত সুন্দর করে অভিনয় করলেন এই ছবিতে, যে দর্শকদের তিনি নজর কাড়লেন।
আরও পড়ুন:
পর্দার আড়ালে, পর্ব-৫৯: কিশোর কুমার—জিন্দেগি কা সফর হ্যায়, এ ক্যায়সা সফর
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬২: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— সুখদর্শন ও হুড়ো
এর ফলে এমন ব্যাপারটি ঘটল যে সলিল দত্তের পর পর বেশ কয়েকটি ছবিতেই তখন অপর্ণা সেন নায়িকা হয়ে গেলেন। এমনকি উত্তম কুমারের বিপরীত বেশ কিছু ছবিতে অপর্ণা সেন নায়িকার ভূমিকাতে অভিনয় করলেন। যে অপর্ণা সেন মূলত সত্যজিৎ রায়ের তৈরি, যে অপর্ণা সেন কমার্শিয়াল ছবিতে ঢুকছিলেন না, পরে দেখা গেল তিনি কমার্শিয়াল ছবির জনপ্রিয় নায়িকা হয়ে উঠলেন।
আরও পড়ুন:
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৫: পতন আসন্ন হলেই সবার বুদ্ধিভ্রষ্ট হয়
দশভুজা, পর্ব-৩৬: মৃণালিনী— রবি ঠাকুরের স্ত্রী-র লেখকসত্তা
এই তথ্য আমাকে দিয়েছিলেন সলিল দত্ত, যখন তাঁর সাক্ষাৎকার নিয়েছিলাম কলকাতা দূরদর্শনের ‘ক্লোজআপ’ অনুষ্ঠানে তখন। ‘অপরিচিত’ ছবিটি মুক্তি পেয়েছিল ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে জ্যোতি, উত্তরা, পূরবী, উজ্জ্বলায়। এই প্রসঙ্গে বলা দরকার যে সিঙ্গেল স্ক্রিনের এই চারটি হলের একটিও এখন আর অবশিষ্ট নেই।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৯: শ্রীমায়ের ভক্তের গ্রামে তীর্থদর্শন
এই ছবিতে অন্যান্য ভূমিকায় ছিলেন উৎপল দত্ত, হারাধন বন্দ্যোপাধ্যায়, দিলীপ রায়, তরুণ কুমার, মিহির ভট্টাচার্য, বনানী চৌধুরী প্রমুখ শিল্পীরা। সুরকার রবীন চট্টোপাধ্যায়। গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও সুবীর সেন। ছবির প্রযোজক সলিল দত্তের স্ত্রী গীতালি রায়।
আরও পড়ুন:
বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩
উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’
পরবর্তীকালে সলিল দত্ত অপর্ণা সেন জুটির ছবি হিসেবে আমরা পেয়েছি কলঙ্কিত নায়ক, খুঁজে বেড়াই, শেষ পৃষ্ঠায় দেখুন, অসতী, শ্যামসাহেব, যার যে প্রিয় প্রভৃতি ছবিগুলি। আসছে ৩ সেপ্টেম্বর উত্তমকুমারের জন্মদিন। এই লেখার মাধ্যমে উত্তমকুমারের স্মৃতির উদ্দেশে জানাই সশ্রদ্ধ প্রণাম।
*পর্দার আড়ালে (Behind the scenes) : ড. শঙ্কর ঘোষ (Shankar Ghosh) বিশিষ্ট অধ্যাপক ও অভিনেতা।।