শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


 

ঘোমটা (ক্রমশ)

অনেক সময় বাপের বাড়ির আনন্দ অনুষ্ঠান বিয়ে বাড়ি এসব সেরে ছেলে-বউ দেরিতে বাড়ি ফেরে তখন বিউটির ব্যাগের চাবিটা ব্যবহার হয়। তবে সে দিনে বিউটি তার চাবিটা ফ্রিজের মাথায় রেখে গিয়েছিল। সেদিনই হঠাৎ চাবিটা রেখে গেল কেন? সহজ উত্তর কোন সমস্যা হলে যাতে বাড়ি থেকে ওরা বেরোতে পারে তাই।

যদি সুষমা কর খুন হয়ে থাকেন যেটা ফরেনসিক পরীক্ষা এবং পোস্টমর্টেমের পরেই জানা যাবে, তাহলে মলিনাকে এরেস্ট করা হবে নিঃসন্দেহে। খুন হয়েছেন এটা এখনই বলা যাচ্ছে না, তবে যদি খুন হন তাহলে মলিনাই-বা একজন মানুষকে খুন করে তারপরে ভোঁসভোঁস করে ঘুমোবে কী করে? জেরায় মলিনা বলেছে, মায়ের ঘরের মেঝেতে না শুয়ে বৌদি দালানের সোফাটাই শুতে বলেছিলেন। খাবার জায়গার ফ্যানটাও চালিয়ে দিতে বলেছিলেন। মলিনার বস্তির ঘরে খুব গরম একটা টেবিল ফ্যানের হাওয়া সকলের গায়ে পৌঁছয় না। এখানে সোফার ওপরে শুয়ে ফ্যান চালিয়ে দিয়ে দিব্যি ঘুমিয়েছে রাতে। উঠতে একটু দেরিই হয়েছিল। ভেবেছিল মা বোধহয় উঠে পড়েছেন। চা না পেয়ে রেগে গেছেন। ডাকতে গিয়ে দেখল সুষমা আর নেই।

দুপুরে খাওয়াদাওয়ার পর এই সময়টায় বাবু মুখে এক চিমটে জোয়ান দিয়ে ইজি চেয়ারে একটু আরাম করে বসে। মাথার পেছনে দুটো হাতের তালু জুড়ে থেকে। এক পায়ের হাঁটুতে অন্য পাটা তোলা। চোখটা বোজা। নিদ্রা নয় তন্দ্রা নয়, এটা বাবুর আত্মজাগরণ। মনের সঙ্গে মগজাস্ত্রের মিলনের সময়। বাবু আজ সকাল থেকে সকলের জবানবন্দির নিঃশব্দ শ্রোতা। বিভিন্ন মানুষের মুখে যা যা শুনেছিল সেটা একেবারে সিনেমার চিত্রনাট্যর মতো মাথায় সাজিয়ে ফেলছিল। এখন বুবু ঝিমোয়।
আরও পড়ুন:

হ্যালো বাবু, পর্ব-৫: আজ ভোর বেলায় কি আপনি সুষমা দেবীকে জানলায় দেখে ছিলেন?

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-২৩: চল্ রে চল্ সবে…

ঠিক এই সময় সোনার কেল্লার বিখ্যাত সেই ক্যামেল রাইড সিনের থিম মিউজিক বেজে উঠল। এটা বাবুর ফোনে শ্রেয়ার রিংটোন। ভৈরব চক্রবর্তীর ফেলুদা থিম, ভৈরব দত্ত’র হ্যাপি প্লে আউট, ফরেনসিকের মফিজুল হকের জন্যে ট্রেন ধরার জন্য উটের দৌড়। মানে ডিটেকটিভ ডিপার্টমেন্ট সংক্রান্ত সকলের জন্যে আলাদা আলাদা রিংটোন। সোনার কেল্লা থেকে। সিনেমা সংক্রান্ত সকলের ফোনের একটাই রিংটোন চারুলতার শৈশব মনে করানো সেই অসাধারণ বাঁশির সুর। বাকি সকলের জন্য ইসমাইল মার্চেন্টের প্রযোজনায় জেমস আইভরি পরিচালিত ছবি শেক্সপিয়ারওয়ালার জন্য সত্যজিতের করা অনবদ্য আবহ। সেই টাইটেল সিকোয়েন্স। রিংটোন শুনেই কার ফোন? কী সংক্রান্ত ফোন সেটা আন্দাজ করা থাকলে কথা বলার জন্য বাবু ওরফে ধৃতিমানের মানসিক প্রস্তুতিটা তৈরি হয়ে থাকে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৩: ‘সুরের পরশে’ তুমি-ই যে শুকতারা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২৪: সুন্দরবনের রাজমাতা দেবী নারায়ণী

এদিকে ফোনটা অনেকক্ষণ বাজছে। দুরন্ত দুলকি তালে চেলো আর ট্রাম্পেটে মেশানো সোনার কেল্লার ক্যামেল-রাইড সিকোয়েন্সের সেই অসাধারণ সাসপেন্স মিউজিক। যাতে মিশে আছে ট্রেনের মোটিফ আর আর ফেলুদার নিজস্ব থিমের ছোঁয়া। সুরটা শোনার জন্য একটু পরেই ধরল ফোনটা।
শ্রেয়া বসুর ফোন মানে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। না হলে সাদামাটা মেসেজ আসতো। সুষমা কর খুন হয়েছেন। পয়জনিং। পয়জন টাইপ আইডেন্টিফাই করতে একটু সময় লাগবে। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। মলিনাকে বিউটি যে চারটে সন্দেশ দিয়ে গিয়েছিল রাতে খাবার জন্য সেটার দুটো খেয়েছিল মলিনা। আর দুটো খেতে পারেনি। সেটা ফ্রিজে রাখা ছিল। তাতে স্ট্রং ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে। কাজের মাসি মলিনাকে যে গ্রেফতার করা হবেই সেটা বাবু বুঝতে পেরেছিল। আর আসল অপরাধী ধরা না পড়লে মলিনা ওপর থেকে অভিযুক্তের দাগ মিটবে না। ওই স্ট্রং ঘুমের ওষুধ দেওয়া মিষ্টিটা একটা খুব ইম্পরট্যান্ট এভিডেন্স। যেটা মলিনাকে খাওয়ানো হয়েছিল। মলিনা বলেছে সেটা বৌদিমনি মানে বিউটি কর দিয়েছিলেন।

জেরার মুখে বৌমা বিউটি সেটা অস্বীকার করেননি। অস্বীকার না করার যুক্তিযুক্ত কারণ দুটো। এক নম্বর ফ্রিজের মধ্যে যে দুটো সন্দেশ রয়ে গিয়েছে এটা বিউটি জানতেন না। আর নম্বর দুই হল ফরেনসিক যখন ঘর থেকে নমুনা সংগ্রহ করছিল তখন বাড়ির কেউ সেখানে ছিল না। তারা যে ঘরের ফ্রিজটা থেকেও খাবার নমুনা নিয়েছেন এটা বাড়ির কেউ-ই জানতেন না। কিন্তু বিষটা কী ? আর বিষটা এল কোথা থেকে? এই দুটোকে কানেক্ট করতে না পারলে আসল অপরাধী ধরা পড়বে না আর অকারণে মলিনার উপর হেনস্থা বাড়বে।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৮: সকালবেলাই হাঁটতে হবে?

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-১৬: মোমো চিত্তে!

হঠাৎ করে শ্যামলাল যাদবের কথা মনে পড়ে গেল। সেদিন বাবু সঙ্গে সঙ্গেই চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে শ্যামলালের বাড়ি থেকে ফিরে আসছিল প্রৌঢ় শ্যামলাল হাতের ইশারায় বসতে বললেন —
—হামি পুরানা লোক এ সব মানি। এখনকার ছেলেপুলে এ সব বিশওয়াস করে না। হতে পারে কি হামি ভুল দেখলাম। কিন্তু ওয়হ মাজি কো হামি আজ খিড়কিতে দেখেছি। কোনওদিন এত সবেরে দেখিনি। তারপর কয়লা ভাঙ্গলাম। উনান জ্বালালাম, ইস্ত্রি বসালাম। ও বাড়ির কাজের মেয়েটা হাঁউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল— ও মাজি মরে গিয়েছে। ব্যস মাথায় চক্কর এসে গেল। কাম বন্দ কোরে ফিরে এলাম।
—সময়টা ঠিক মনে আছে?
হাতের অনেক পুরোনো ঘড়িটা দেখিয়ে শ্যামলাল বলেছিলেন সেটা তার বিয়ের ঘড়ি। সবসময় সঙ্গে থাকে। কখনও ভুল সময় দেখায় না। সে ঘড়িতে তখন ভোর সাড়ে ৫টা।
—আর কিছু মনে আছে? আর কিছু দেখে ছিলেন?
প্রৌঢ় চোখ বুজে কিছু ভাবার চেষ্টা করে।
—হ্যাঁ, ঘুঙঘট!
—ঘুঙঘট মানে ঘোমটা?
—জি হ্যাঁ। মা জি ঘুঙঘট দিয়েছিলেন।
একটা বিদ্যুৎ ঝলকের মতো সবটুকু যেন পরিষ্কার হয়ে গেল ধৃতিমানের মাথার —চলবে।
 

সুষমা কর হত্যারহস্য: পরবর্তী পর্ব আগামী বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩

* হ্যালো বাবু! (Hello Babu) : জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ২য় খণ্ড।

Skip to content