by নিজস্ব সংবাদদাতা | অক্টোবর ১৭, ২০২২, ২৩:০৭ | গৃহসজ্জা
ছবি প্রতীকী আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু কাঠের আসবাবপত্র আছে। আর কাঠের আসবাব থাকলে তার দিকে একটু বেশিই নজর দিতে হয় বইকি। কারণ, কাঠের আসবাব যত পুরনো হয়, ততই তা উজ্জ্বলতা হারাতে থাকে। তাছাড়া অনেক সময়ই দেখা যায় কাঠের তাতে ছত্রাকও পড়েছে। আসবাবে ছত্রাক পড়লে...