by নিজস্ব সংবাদদাতা | অক্টোবর ৫, ২০২৪, ২১:১১ | এই দেশ এই মাটি, সেরা পাঁচ
(বাঁদিকে) রোদ পোহাচ্ছে পানকৌড়ি। (ডান দিকে) ছোট পানকৌড়ি। ছবি: সংগৃহীত। ছোটবেলায় স্কুলে পড়েছিলাম সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ‘দূরের পাল্লা’। ছড়াটি এখনও মনে গেঁথে আছে। ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা—শৈশবে ছড়াটি পড়তে পড়তেই মনে হয় সব বাঙালির মনের পটে গ্রাম বাংলার দৃশ্য...