by নিজস্ব সংবাদদাতা | নভেম্বর ২৬, ২০২৩, ২১:৪০ | গল্পকথায় ঠাকুরবাড়ি
সারদাসুন্দরী দেবী। অধিক সন্তানের জননী, স্বভাবতই আঁতুড়ঘরে কেটেছে সেকালের অধিকাংশ মায়েদের। রবীন্দ্রনাথ সেভাবে মাকে পাননি। সারদাসুন্দরীর চতুর্দশ সন্তান, অষ্টম পুত্র তিনি। রবীন্দ্রনাথের জন্মের সময় সারদাসুন্দরীর ছিল বছর পঁয়ত্রিশ বয়েস। এরপরও তাঁকে আঁতুরঘরে যেতে হয়েছে।...