by নিজস্ব সংবাদদাতা | ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১৭:৩৫ | চলো যাই ঘুরে আসি
"মুখর দিনের চপলতা-মাঝে স্থির হয়ে তুমি রও" ‘পথ আমারে শুধায় লোকে পথ কি আমার পড়ে চোখে’—এই হবে যার মনের দশা সে তো ছুটবেই পথের তোয়াক্কা না করেই! আর অমনিই সব চেনাপথের আগলহীন গল্পকুটির কুড়িয়ে নেবে সে পথভোলাকে, তারপর? কী আর? গল্প গল্প এবং গল্প!! সেই গল্পই বলি আজ...