by নিজস্ব সংবাদদাতা | মে ১৯, ২০২২, ১৭:৫৮ | বাংলাদেশের জাগ্রত মন্দিরে মন্দিরে
রমনা কালীমন্দিরের সদ্য সংস্কারের পর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রমনা কালীমন্দিরে ঢং ঢং করে ঘণ্টা বাজছিল৷ সেই মুহূর্তে আমি ঘুরে বেড়াচ্ছিলাম মন্দির প্রাঙ্গণে৷ কালীমন্দিরের পাশেই দুর্গাদেউল৷ বড়সড় পাকা দালান৷ পাথরের বেদির ওপর নয়ন ভোলানো...