by নিজস্ব সংবাদদাতা | এপ্রিল ৮, ২০২৫, ১৮:৫৮ | এই দেশ এই মাটি, সেরা পাঁচ
ভূপেন হাজারিকা ও কালিকাপ্রসাদ ভট্টাচার্য। অসমের সবুজ মাটিতে অনেক সংগীত শিল্পী জন্মেছেন। তাঁদের গান শ্রোতাদের মনে সব সময় দাগ কেটেছে। অসমের অনবদ্য প্রকৃতি জন্যই হয়তো তাঁদের কণ্ঠে অপরূপ ভাবে সুর খেলা করে। উদার প্রকৃতির মতো কণ্ঠও হয় উদাত্ব। কেউ লিখে গিয়েছেন অমর সঙ্গীত।...