by নিজস্ব সংবাদদাতা | জানুয়ারি ২৬, ২০২৩, ১১:৩৫ | দেশ
৭৪তম প্রজাতন্ত্র দিবসে ‘স্বদেশপ্রেমে’র ছবি দেখা গেল গুগল ডুডলেও। বৃহস্পতিবার সার্চ ইঞ্জিনের স্ক্রিনে সকলের ফুটে উঠেছে রাষ্ট্রপতি ভবন, কুচকাওয়াজ, ইন্ডিয়া গেট, কর্তব্যপথের ছবি। গুজরাতের আমদাবাদের চিত্রশিল্পী পার্থ কোথেকার গুগল ডুডলের এই ছবি এঁকেছেন।...