by নিজস্ব সংবাদদাতা | জুন ১৬, ২০২৪, ২০:৫০ | ক্যাবলাদের ছোটবেলা, সেরা পাঁচ
অলঙ্করণ: লেখক। যক্ষ গালে হাত দিয়ে বসে ভাবছিল। কালিদাস এই এক ফাঁসিয়ে গিয়েছেন। আষাঢ় মাসের উপক্রম হলেই আকাশে সেই মেঘখণ্ডটা এসে উপস্থিত হয়। যুগ যুগ ধরে এমনটাই চলছে। তারপর কী যে হয়! কোথায় সেই অলকা, কোথায় বা মেদুর যাত্রাপথ, পথে পথে, জনপদে, নগরে প্রান্তরে যে বিপুল...