by নিজস্ব সংবাদদাতা | মার্চ ২১, ২০২২, ১৭:১৮ | দশভুজা
কথায় বলে স্মৃতিই নাকি মানুষকে অমরত্ব প্রদান করে। মনুষ্যজীবনের নশ্বরতাকে স্মৃতির অণু-পরমাণুই অতিক্রম করে তাকে করে তুলতে পারে অসীমের যাত্রী। আর আমরা বলি কেবল স্মৃতি নয়, ব্যক্তি প্রতিভার আধারে যে কীর্তি প্রতিভাত হয়, সেই কীর্তিই স্মৃতির আধারে আধারিত হয়ে বিশেষ করে তোলে...