by নিজস্ব সংবাদদাতা | জুন ২৩, ২০২৪, ২২:২১ | ক্যাবলাদের ছোটবেলা, সেরা পাঁচ
অলঙ্করণ: লেখক। হিউম্যান এরর। মনুষ্যকৃত ভ্রান্তি, যা যন্ত্র করে না, মানুষ, মানুষ বলেই করে। এদিকে ব্যাকরণের বাইরে মানুষের যে সামাজিক লক্ষণ তাতে বলা হয় মান আর হুঁশ নিয়েই নাকি মানুষ। তো, মান মানে কচু, আর হুঁশ… কী জানি, পরে দেখা যাবে। ব্যাপারটা হল এই যে, যাদের মান...