by নিজস্ব সংবাদদাতা | নভেম্বর ১০, ২০২২, ১৪:১৭ | দেশ
ছবি সংগৃহীত ওড়িশার কেওনঝাড়ের শিলিপদ জঙ্গলে ঢুকেছিল ২৪টি হাতির একটি দল। মহুয়া সংগ্রহ করতে জঙ্গলে গিয়ে গ্রামবাসীরা দেখলেন সেখানে আগে থেকেই মহুয়ার গন্ধে জঙ্গলে এসে উপস্থিত হাতির পাল। সমস্ত মহুয়া ইতিমধ্যেই খেয়ে ফেলেছে। শুধু তা-ই নয়, মহুয়া খেয়ে নেশাগ্রস্ত হাতিরা...