by নিজস্ব সংবাদদাতা | আগস্ট ২৮, ২০২২, ২১:২৯ | খেলাধুলা@এই মুহূর্তে
যুবভারতীতে প্রায় আড়াই বছর পর ডার্বি। কানায় কানায় ভরা স্টেডিয়াম। পুরো ম্যাচ ভালো খেলেও হারতে হল ইমামি ইস্টবেঙ্গলকে। ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে সুমিত পাসির আত্মঘাতী গোলে তারা হারল। এই নিয়ে টানা ছ’টি ডার্বিতে হারল লাল-হলুদ। ডুরান্ড কাপে প্রথম জয় পেল এটিকে...