by নিজস্ব সংবাদদাতা | আগস্ট ২৯, ২০২৩, ১৪:২৬ | কলকাতার পথ-হেঁশেল
কলকাতার অফিস পাড়ায় ঘুর ঘুর করতে করতে পেট চুঁইচুঁই করতে লাগল। তো কোথায় যাই? ঠিক ধরেছেন। কলকাতার নিজের ফুড স্ট্রিট—ডেকার্স লেন। একটু ‘স্ন্যাক্স-স্ন্যাক্স’ মন করছিল বটে। কী করি? হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম চিত্তবাবুর দোকানে। দেখি, দোকানের উল্টোদিকের দেওয়ালের গা ঘেঁষে লোকজন...