by নিজস্ব সংবাদদাতা | মার্চ ২১, ২০২২, ২১:৩৫ | বরণীয় মানুষের স্মরণীয় সঙ্গ
একদিন বিকেলের দিকে কাননদেবীর বাড়িতে গিয়েছিলাম। ততদিনে দিদির স্নেহ-মমতা আমার ওপর বর্ষিত হয়েছিল অকৃপণভাবে। নিজেকে ভাগ্যবান মনে হয়েছিল। সেদিন কথায় কথায় দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, ‘আপনার সঙ্গে তো বহু বিশিষ্ট মানুষের আলাপ-পরিচয় হয়েছে, তাঁদের কথা যদি একটু...