ছবি প্রতীকী
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজের মতো প্রায় একই রকম ভাবে মৃত্যু হল বাংলার এক ক্রিকেটারের। মৃত্যু ওই ক্রিকেটারের নাম হাবিব মন্ডল। তাঁর বুকের বাঁ দিকে বল লেগে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে দিল্লিতে। জানা যায়, ব্যাট করার সময় বোলারের বল হাবিবের বুকের বাঁ দিকে লাগে। তিনি মুহূর্তের মধ্যে পিচের উপর লুটিয়ে পড়েন। জ্ঞান হারান মাঠেই। হাবিবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসা শুরু হলেও কিছুণের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে দিল্লিতে। জানা যায়, ব্যাট করার সময় বোলারের বল হাবিবের বুকের বাঁ দিকে লাগে। তিনি মুহূর্তের মধ্যে পিচের উপর লুটিয়ে পড়েন। জ্ঞান হারান মাঠেই। হাবিবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসা শুরু হলেও কিছুণের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই দক্ষ ব্যাটারের বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল থানার জয়ন্তীপুরে। তিনি ১৫ অগস্ট দিল্লি যান। সেখানে হাবিবের মোট পাঁচটি ম্যাচ খেলার কথা ছিল বলে জানা গিয়েছে। গত ১৯ অগস্ট প্রথম ম্যাচ খেলার সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। দিল্লির ক্লাব দুর্ঘটনাটি ঘটার পরই ফোন করে হাবিবের বাড়িতে জানায়। এর পর হাবিবের মৃত্যু খবর দেওয়া হয় বাড়িতে।
এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কোনও এফআইআর দায়ের করেনি । মৃত্যুর কারণ স্পষ্ট জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে। পুলিশ হাবিব মণ্ডলের পরিবারকে খবর দিয়েছে। সেই সঙ্গে হাবিবের কোনও অসুস্থতা ছিল কি না, পুলিশ তাও জানার চেষ্টা করছে।