বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ফাইনালে ভারত ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে জিতল কাপ । ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম গতকাল সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট ইতিহাসের নতুন সাফল্য কথা অনূর্ধ্ব-১৯ জয়। সাক্ষী থাকল আপামর জনতা।

বিরাট কোহলি, মহম্মদ কাইফ, শুভমান গিল এবং পৃথ্বী শ-দের তালিকায় যুক্ত হল আরও একটি নাম যশ ধুল। সেই যশ ধুলের প্রশংসা করলেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ হষীকেশ কানিতকর। তিনি বলেন, ‘এটা আমার জন্য খুবই উত্তেজনাপূর্ণ, ফলাফলে আমি খুশি। আমি মনে করি আমরা এটি থেকে অনেক কিছু শিখেছি। আমরাও ব্যাট করতে চেয়েছিলাম। কিছুটা আর্দ্রতা ছিল। ধুল তাদের খুব ভালো নেতৃত্ব দিয়েছে । কাঁধে দায়িত্ব নেওয়ার জন্য তার মাথাটা খুবই ভালো। আমি মনে করি এটি একটি চমৎকার প্রতিযোগিতা। এই তরুণ বয়সে পারফর্ম করার জন্য এই মঞ্চ পাওয়াটা সব দলের জন্য ভালো। এটি প্রতিভা প্রদর্শনের এবং সারা বিশ্বের অ্যাকাডেমিগুলির জন্য একটি দুর্দান্ত সুযোগ।’
টুর্নামেন্টের ফাইনালে টসে জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ১৮৯ রান তোলে। টিম ইন্ডিয়া ৪৭.৪ ওভারে সেই রান করে দিয়ে দলকে জয়ের শিরোপা দেন। ভারতের মতো ইংল্যান্ডও এবারে বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনাল খেলতে নেমেছিল। কিন্তু যশ ধুলের নেতৃত্বে ফাইনালজয়ী হয় টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন বলেছেন, ‘আমরা মাথা ঠান্ডা রেখে খেলছিলাম। ইংল্যান্ড কিন্তু দারুণভাবে ম্যাচে ফিরে এসেছিল। কিন্তু আমরা লক্ষ্য থেকে বিচলিত হয়নি। আমাদের কাছে এটা গর্বের মুহূর্ত।’
যশ ধুলের দল যখন উৎসবে মেতেছে তখন টুইট করে শুভেচ্ছা বার্তা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই শুভেচ্ছা বার্তায় তিনি জানিয়ে দেন এই দলকে ৪০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। দাদা টুইটে লেখেন, ‘আমরা ভারতীয় দলকে ৪০ লক্ষ টাকা পুরস্কার দেব। এটা সামান্য স্বীকৃতি। ওদের কৃতিত্ব যে কোনও আর্থিক পুরস্কারের থেকে অনেক বেশি। অসাধারণ কৃতিত্ব। প্রচণ্ড চাপের মুখে দল যেভাবে খেলেছে, তা অবিশ্বাস্য।’


Skip to content