রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


অবশেষে স্বপন সাধন বসু ওরফে টুটু বসু মোহনবাগান ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন। সচিব দেবাশিস দত্ত বুধবার ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠক টুটু বসুর ক্লাবের সভাপতি হওয়ার কথা ঘোষণা করেন। সভাপতি নির্বাচিত হয়ে টুটু বসু জানান, ক্লাবকে উচ্চতার শিখরে নিয়ে যেতে তাঁরা বদ্ধপরিকর। এক বিবৃতিতে মোহনবাগান ক্লাবের সভাপতি টুটু বসু জানিয়েছেন, ‘নব নির্বাচিত কমিটি আমাকে সভাপতি হওয়ার যে দায়িত্ব দিয়েছে, তা গ্রহণ করতে পেরে আমি আপ্লুত। প্রায় দু’দশক আগে আমি দেবাশিসকে ক্লাবের পরিচালন সমিতিতে এনেছিলাম। ক্লাবের আই লিগ জেতা, লিগ থেকে বাদ দেওয়ার পর আবার ফিরে আসা, ক্লাবের ইতিহাসে প্রথম বার বিদেশি ফুটবলার নিয়ে আসা এবং এ রকম আরও অনেক গুরুত্বপূর্ণ সময়ে ও আমার পাশে থেকেছে।’

ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

Skip to content