শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সানিয়া মির্জা।

সবার আগে আত্মসম্মান। টেনিস সুন্দরী সানিয়া মির্জার মনে করেন, ঘর ভাঙলেও নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক থাকার কোনও অর্থ হয় না। সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। সানিয়া এ বার সদ্যবিবাহিত তরুণীদের বিশেষ পরামর্শ দিলেন।
সম্প্রতি সানিয়া একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সদ্যবিবাহিত তরুণীদের তিনি কোনও পরামর্শ চান? উত্তরে টেনিস সুন্দরী জানান, “যে যেমন আছেন, তেমনই থাকুন। কোনও ভাবেই নিজেকে পরিবর্তন করতে যাবেন না। কারণ, আপনি যেমন, তেমনটা দেখেই তো আপনাকে কেউ পছন্দ করেছিলেন। তার পরে ভালোবেসেছিলেন। কোনও কিছুর জন্যই নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না।’’ সানিয়ার বিচ্ছেদের পরে তাঁর এই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-২৯: খ ব র দা র

শ্রবণ ক্ষমতা হারাতে পারেন ১০০ কোটি তরুণ-তরুণী! সমীক্ষায় প্রকাশ বড়সড় বিপদ বার্তা

দীর্ঘদিন শোয়েব-সানিয়ার সম্পর্কে ভাঙন নিয়ে গুঞ্জন চলছিল। জানা গিয়েছিল, এই তারকা দম্পতি একত্রবাস করেন না। তবে দু’জনের কেউই এ নিয়ে মুখ খোলেননি। ছেলে ইজহানের স্কুলের অনুষ্ঠানে বা জন্মদিনে তারকা জুটিকে কখনও সখনো একসঙ্গে দেখা যেত। তাতে অবশ্য বিচ্ছেদের জল্পনা থেমে থাকেনি। বরং সে সময় সমাজমাধ্যমে সানিয়ার কিছু পোস্ট বিচ্ছেদের জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩১: শ্রীমার পঞ্চতপা ব্রতানুষ্ঠান

মুভি রিভিউ: ‘সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিয়ো’ সামাজিক বার্তা দেয়

গত মাসে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে শোয়েবের বিয়ে হয়। শোয়েব বিয়ের কথা সমাজমাধ্যমে জানান। তার পরেই প্রকাশ্যে আসে যে শোয়েব-সানিয়ার বিচ্ছেদ হয়েছে। খবর, সানিয়াই নাকি বিচ্ছেদ দিয়েছেন শোয়েবকে। এমন পরিস্থিতিতে সানিয়ার পাশে শোয়েবের পরিবারকে দাঁড়াতে দেখা যায়। মুখ খোলেন শোয়েবের বোন। তিনি জানান, শোয়েবের পরকীয়ায় বিরক্ত হয়েই নাকি শেষমেশ সানিয়ে তাঁকে বিচ্ছেদ দিয়েছেন।

Skip to content