রজার ফেডেরার
‘ফেডেক্স’ যুগের অবসান। দীর্ঘ ২৪ বছরের প্রতিযোগিতামূলক টেনিস জীবনের ইতি। ৪১ বছর বয়সে রজার ফেডেরার টেনিস র্যা কেট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নেট মাধ্যমে একটি দীর্ঘ আবেগঘন পোস্ট লিখেছেন। তিনি লিখেছেন, পরের সপ্তাহে লন্ডনে শুরু হবে লেভার কাপ। এই এটিপি টুর্নামেন্টেই তিনি শেষ বারের মতো র্যা কেট হতে নামবেন। তিনি জানিয়েছেন, তার পরও টেনিস খেলবেন, টেনিসের সঙ্গে নিরন্তর যোগাযোগও রেখে চলবেন। তাবে রজার গ্র্যান্ড স্ল্যামে আর দেখা যাবে না র্যা কেট হাতে।
আরও পড়ুন:
নুনের এই সব গুণ জানতেন? এক ঝলকের জেনে নিন নুনের যাদু
আপনার সন্তানের কোনও কাজেই মন বসে না? কী দেখে বুঝবেন? কী করণীয়?
To my tennis family and beyond,
With Love,
Roger pic.twitter.com/1UISwK1NIN— Roger Federer (@rogerfederer) September 15, 2022
রজার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ছ’ বার, একবার ফরাসি ওপেন, উইম্বলডনের ঘাসের কোর্টে ৮ বার এবং যুক্তরাষ্ট্র ওপেন পাঁচ বার জিতেছেন। একেবারে ঈর্ষণীয় সাফল্য। ফেডেরার নেট মাধ্যমে লিখেছেন, ”শেষ তিন বছর চোট এবং অস্ত্রোপচার আমাকে বিভিন্ন ভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। সে সব কাটিয়ে উঠে কোর্টে ফেরার চেষ্টা করেছি। যদিও আমি জানি আমার শরীরের ক্ষমতা ও সীমাবদ্ধতার কথা। শেষ পর্যায়ে আমার শরীর সেই ইঙ্গিতও দিয়েছে। এখন ৪১ বছর বয়স। টেনিস কোর্টে গত ২৪ বছরে দেড় হাজারের বেশি ম্যাচ খেলে ফেলেছি। টেনিস আমাকে যা দিয়েছে যা কল্পনাও করেনি, স্বপ্নেও ভাবিনি। এ বার কোর্ট থেকে বিদায় নিতে হবে, সেটা বোঝার সময় এসেছে।” তাঁরই উপলব্ধি থেকেই টেনিস কোর্টকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে রজার।