শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


রজার বিন্নী ও সৌরভ গঙ্গোপাধ্যায়।

অবশেষে বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিন্নীই হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। সচিব পদে কোনও পরিবর্তন হয়নি। সেই পদে থাকছেন জয় শাহ। তিনি ২০১৯ সাল থেকে এই পদে রয়েছেন।
আগের বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমলের জায়গায় এসেছেন আশিস শেলার। আশিস মহারাষ্ট্রের বিজেপি বিধায়কও। আর প্রাক্তন কোষাধ্যক্ষ অরুণ ধুমল হলেন আইসিসি চেয়ারম্যান। রাজীব শুক্ল সহ-সভাপতি পদে থাকছেন। যুগ্মসচিব হয়েছেন দেবজিৎ শইকিয়া।
আরও পড়ুন:

কেদারনাথের পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুণ্যার্থী-সহ হেলিকপ্টার, দুই পাইলট-সহ মৃত অন্তত ছয়

ত্বকের পরিচর্যায়: শীতে কি আপনার ত্বক শুকিয়ে যায়? মেনে চলুন ত্বক বিশেষজ্ঞের এই পরামর্শগুলি

উল্লেখ্য, রজার বিন্নীর বয়স ৬৭ বছর। তিনি মোট ২৭টি টেস্ট এবং ৭২টি এক দিনের ম্যাচ খেলেছেন। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধানও ছিলেন। এদিকে, সৌরভ জানিয়েছেন তিনি বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন।

Skip to content