বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সিন্ধু।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর থেকে ছিটকে গেলেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। গোড়ালিতে গুরুতর চোটের জন্য প্রতিযোগিতা থেকে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন। কমনওয়েলথ গেমসের আগেই তিনি চোট পান। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু সেই ছোট নিয়েই কমনওয়েলথ গেমসের ফাইনালে সোনা জেতেন।
জানা গিয়েছে, তাঁর বাঁ পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরায় অন্তত ছয় সপ্তাহ সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। সিন্ধুর বাবা পিভি রামানা বলেছেন, ‘সিন্ধুর গোড়ালিতে চোট লেগেছে বার্মিংহাম গেমসে। যন্ত্রণা নিয়েই ও সেমিফাইনাল ম্যাচ খেলেছে। ফাইনালে সোনাও জিতেছে।’
রামানা এও জানান, ‘সিন্ধু গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন। তাই আগামী ২১ অগস্ট থেকে টোকিয়োয় শুরু হবে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে পারবে না। বিষয়টি বেশ হতাশজনক। ও খুব ভালো ছন্দেই ছিল। সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নের পর কমনওয়েলথ গেমসেও সিন্ধু স্বর্ণ পদক জিতেছে।’
সিন্ধুর চিকিৎসা শুরু হয়েছে । রামানা বক্তব্য, ‘সিন্ধুর এখন মূল লক্ষ্য দ্রুত চোট মুক্ত পাওয়া। ও সুস্থ হয়ে সামনের অক্টোবরে ডেনমার্ক এবং প্যারিস ওপেনের জন্য প্রস্ততি শুরু কড়বে।’

Skip to content